শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

চট্টগ্রামে সাম্পান মাঝিদের অনির্দিষ্টকালের বৈঠা বর্জন

চট্টগ্রাম বু্যরো কর্ণফুলী প্রতিনিধি
  ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ইঞ্জিনচালিত সাম্পান চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের বৈঠা বর্জন কর্মসূচি পালন করেন মাঝিরা -যাযাদি

চট্টগ্রাম নগরে সদরঘাট, অভয়মিত্রঘাট ও বাংলাবাজার নৌঘাট তিনটিতে পেশাদার সাম্পান মাঝিদের বাদ দিয়ে বহিরাগতদের খাস আদায়ের দায়িত্ব দেওয়ার প্রতিবাদে কর্ণফুলী নদীর ১০ ঘাটে অনির্দিষ্টকালের জন্য বৈঠা বর্জন ও অবস্থান ধর্মঘট পালন করছে কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের অন্তর্ভুক্ত একাধিক সংগঠন।

সোমবার সকাল ৬টা থেকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর এসব ঘাটে সাম্পান চলাচল বন্ধ রেখে প্রতিবাদ করেন কয়েকশ সাম্পানের মাঝি। এতে নতুন ব্রিজঘাট, তোতারবাপের হাট, বিডবিস্নউঘাট, দক্ষিণপাড় পুরাতন ব্রিজঘাট, সদরঘাট, অভয়মিত্র, কর্ণফুলীঘাট, বাংলাবাজারঘাট, সল্টগোলা ঘাটে (পাটনিজীবী নাই) ইঞ্জিনচালিত সাম্পান চলাচল বন্ধ দেখা যায়। তবে জরুরি রোগী সেবা ও খাদ্যদ্রব্যের পারাপারে মানবিকতা দেখাচ্ছেন মাঝিরা। নদীর অন্য ঘাটে যাত্রী পারাপার চলছে।

জানা যায়, গত ২০ অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক অফিস আদেশে অভয়মিত্র ঘাটের খাস কালেকশনের জন্য চসিক এস্টেট শাখার বাজার পরিদর্শক দুর্বাদল চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। এই কাজে লোকবল, যাত্রী পারাপারে নৌকা, সাম্পান সরবরাহসহ অন্যান্য সহযোগিতার জন্য ২১ অক্টোবর থেকে আবু নাসের সাজ্জাদ ও আব্দুল কাদের ফিরোজ নামে দুই ব্যক্তিকে নিয়োজিত করেন। যারা ফিরিঙ্গীবাজার ওয়ার্ড বিএনপি নেতা। এতেই ক্ষেপে গিয়ে বৈঠা বর্জন ও অবস্থান ধর্মঘটের ঘোষণা দেন কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন।

সাম্পান মাঝিরা জানান, ২০০৩ সালের পাটনিজীবী নীতিমালা তোয়াক্কা না করে একের পর এক অবৈধভাবে মাঝিদের ঘাট ছাড়া করছেন চট্টগ্রাম সিটি করপোরেশন। এতে দেয়ালে মাঝিমালস্নাদের পিঠ ঠেকে যাওয়ায় বাধ্য হয়েছে বৈঠা বর্জন ও অবস্থান ধর্মঘট পালন করতে। এছাড়া ২০২০ সালের ২৯ এপ্রিল স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পেশাদার জন্মগত পাটনিজীবী সমিতিকে নৌঘাটগুলো ইজারা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু চসিকের প্রধান রাজস্ব নির্দেশনাটিও মানছেন না।

ইছানগর বাংলাবাজার সাম্পান মাঝি সমিতির সভাপতি মোহাম্মদ লোকমান দয়াল বলেন, 'চসিকের বোঝা উচিত ঘাট হারালে শতশত মাঝি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করবে। অনেকের বাপদাদা তিন পুরুষের এই পেশা ছেড়ে দিতে বাধ্য না করার বিনীত অনুরোধ জানাচ্ছি চসিকের প্রশাসকের প্রতি।'

চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, চসিক পেশাগত সাম্পান মাঝি (পাটনিজীবী) থেকে ঘাট কেড়ে নিয়ে পাটনিজীবী নীতিমালা লঙ্ঘন করে বিভিন্ন ব্যবসায়ীদের ইজারা দিচ্ছে। ঘাটহারা মাঝিরা চসিকে লিখিত অভিযোগ করলেও কোনো প্রতিকার পাচ্ছে না।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, 'হাইকোর্টের আদেশ মানতে হবে। কিছু করার নেই। খাস কালেকশনে ঘাট চলছে। যেহেতু আদালতের নির্দেশে স্থগিত ইজারা, রিট শুনানির জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে