নোয়াখালীতে ৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীতে মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা দশম গ্রেডে শূন্যপদে নিয়োগ, উচ্চ শিক্ষার ব্যবস্থা, ইন্টার্নশীপ বহাল ও কোর্স কারিকুলাম সংশোধনসহ ৪ দফা দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সোমবার নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাতে বিভিন্ন পেস্নকার্ড নিয়ে তাদের দাবির পক্ষে নানা স্স্নোগান দেন। তারা বলেন, দেশব্যাপী প্রান্তিক মানুষের সেবায় সব সময় নিয়োজিত ছিল ম্যাটস্ শিক্ষার্থীরা। অথচ যুগের পর যুগ তারা বৈষম্যের শিকার। সবডিপেস্নামাকে উচ্চ শিক্ষার সুযোগ দিলেও ম্যাটস্ শিক্ষার্থীরা সে সুযোগ পাচ্ছেন না। দীর্ঘদিন পদ শূন্য রয়েছেন, কিন্তু নিয়োগ দিচ্ছে না। ইন্টার্নশীপও বাতিলের পাঁয়তারা করা হচ্ছে। তারা বলেন, তাদের যৌক্তিক দাবি মেনে না নিলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা।
এ সময় বক্তব্য রাখেন সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদের জেলা সমন্বয়ক মিজানুর রহমান আলী, সাজেদুল ইসলাম সৌরভ ও সামিয়া রহমান প্রমুখ।