শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বাগেরহাটে দাবি না মানলে যান চলাচল বন্ধের হুঁশিয়ারি

বাগেরহাট প্রতিনিধি
  ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
বাগেরহাটে দাবি না মানলে যান চলাচল বন্ধের হুঁশিয়ারি

'বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের উত্থাপিত দাবি না মানলে আগামী ২২ অক্টোবর থেকে বাগেরহাটসহ ১৭ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।' নবগঠিত বাগেরহাট জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা রোববার বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, খুলনা বরিশাল ভায়া পিরোজপুর রুটে অবৈধভাবে একাধিক পরিবহণ চলছে। এ ছাড়া নিষেধ থাকা সত্ত্বেও মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্রা ও থ্রি-হুইলার চলছে। এসব বন্ধের দাবিতে খুলনা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট জেলা ৭টি বাস মালিক সমিতির সমন্বয়ে গত ৮ অক্টোবর যৌথ সভায় আলটিমেটাম দেওয়া হয়। ২১ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছিল। অথচ ২০ অক্টোবর পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে ২২ অক্টোবর থেকে যান চলাচল বন্ধ রাখার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস-মালিক সমিতির নব-গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক শাহাজান মিনা। দাবি বিষয়ে ব্যাখ্যা দেন সদস্য সচিব শহীদুল ইসলাম ও অপর যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান। এ ছাড়াও মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক শামীম খান ও সদস্য সচিব সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে