শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সোনাতলায় ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর অপরাধে ৩ জনের নামে মামলা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
সোনাতলায় ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর অপরাধে ৩ জনের নামে মামলা

বগুড়ার সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি ও নির্বাহী কমিটির বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর ঘটনায় রাজশাহীর সাইবার ট্রাইবু্যনালে মামলা করা হয়েছে। রোববার প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন বাদি হয়ে এ মামলা করেন। মামলায় লতিফুল ইসলাম, ফয়সাল হোসেন ও তৌহিদ নামের ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলায় উলেস্নখ, সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধির নামে ওই তিন ব্যক্তির ফেসবুক আইডি থেকে বিভিন্নসময় নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছাড়ানো হয়েছে, যা এখনো চলমান রয়েছে। এ কারনে আদালতের স্মরণাপন্ন হয়ে দোষিদের আইনের আওতায় নিয়ে দ্রম্নত শাস্তির জন্য আবেদন জানান তিনি।

এ বিষয়ে ইমরান হোসাইন লিখন বলেন, 'লতিফুল ইসলাম, ফয়সাল খন্দকার ও তৌহিদ আহমেদ তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আমার নামে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তাদের ব্যক্তিগত স্বার্থে বাধা হওয়ার কারনেই আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে