'ব্যবসা পরিচালনা ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার কাজ করতে হবে'
প্রকাশ | ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ ও চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, 'রাসূলুলস্নাহ (সা.) এর সীরাতকে সামগ্রিকভাবে ধারণ করতে হবে। রাসূলুলস্নাহ (সা.) যেমন ধর্মীয় দিক থেকে আমাদের আদর্শ, ঠিক তেমনি আমাদের ব্যবসা বাণিজ্য, পারিবারিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও আদর্শ। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুলস্নাহ (সা.) কে আদর্শ হিসেবে মেনে নিতে হবে এবং অনুসরণ করতে হবে। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ও রাষ্ট্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।
গত শনিবার রাতে নগরের টেকনিক্যাল ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে সমিতির অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামীক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা মোহাম্মদ বি এম মুফিজুর রহমান আজহারী। সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমির সভাপতিত্বে ও উপদেষ্টা শহীদ উলস্নাহ তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, ডিপেস্নামা ইঞ্জিনিয়ারস সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন।