শেরপুরে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২১ অক্টোবর ২০২৪, ০০:০০

শেরপুর প্রতিনিধি
শেরপুরে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার ব্যবসায়ী নিজ প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রম্নপের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৮ অক্টোবর দৈনিক খবরের কাগজ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় তার নাম জড়িয়ে 'শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দৌরাত্ম্য চাঁদা না দিলেই করা হচ্ছে হত্যা মামলার আসামি' শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দাবি করেন জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল তাদের সম্পর্ক খারাপ করার উদ্দেশ্যে এমন সংবাদ পরিবেশন করেছে। সংবাদ সম্মেলনে শেরপুর জেলার স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।