মেহেরপুর সরকারি কলেজের পেছন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে দুই অজ্ঞাত লাশ ও বাজিতপুরে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। এছাড়াও গোপালগঞ্জে প্রাইভেট কার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর সরকারি কলেজের পেছন থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির (আনুমানিক বয়স ৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কলেজের পেছনের আমবাগানের মাঝখানে একটি আম গাছের ডালের সঙ্গে ঝুলানো অর্ধবসা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা ৪-৫ দিন আগে মারা গেছেন ওই ব্যক্তি। রোববার বিকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় রশি পেঁচিয়ে আম গাছের একটি ডালের সঙ্গে ঝোলানো ছিল মরদেহটি। পরনের লুঙ্গিটি গলায় জড়ানো ছিল। তারা ধারণা করছে তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। পূজার টানা কয়েকদিনের ছুটি শেষে রোববার কলেজটি খোলা হলে মরদেহ দেখে কলেজ অধ্যক্ষ ফোন দেন থানায়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মেহেরপুর সদর থানার ওসি আমানুলস্নাহ আল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে ফের অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলিনগর এলাকার পদ্মার চর থেকে পাবনা নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।
পাবনা লক্ষ্ণীকুন্ডা নৌ পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, কুষ্টিয়া ও পাবনার মাঝ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ১ সপ্তাহে পদ্মা নদীর কুষ্টিয়ার দৌলতপুর প্রান্ত থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৫-২০ দিন আগে তার মৃতু্য হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর।
ওসি আরও জানান, 'আমরা এখনো লাশের পরিচয় পাইনি। যেহেতু লাশটি পচে গেছে। তাই কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে কুষ্টিয়া পৌর গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবির বলেন, লাশটি পাবনা নৌ পুলিশের সদস্যরা উদ্ধার করেছেন। এখনো কোনো পরিচয় মিলেনি।
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বোর্ড বাজারসংলগ্ন সুলতানপুর একটি ধানি জমি থেকে গতকাল রোববার দুপুরে নিভু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, কে বা কারা পূর্বশত্রম্নতাবশত নিভু মিয়াকে খুন করে ধানি জমিতে ফেলে রেখে গেছে বলে তাদের ধারণা। এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি অপমৃতু্য মামলা রুজু হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে জিকরুল মোলস্না (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ৩ আরোহী। নিহত জিকরুল মোলস্না বাগেরহাটের মোলস্নাহাট উপজেলার বড় গাওলা গ্রামের বাসিন্দা ছিলেন। রোববার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহর বাইপাসের পাথালিয়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে আসলে বিপরীত দিক ঘোনাপাড়া থেকে শহরের বেদগ্রামের দিকে আসতে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ওই ভ্যানচালক নিহত হন। গোপালগঞ্জ সদর থানার এসআই আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।