ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন

ডাকাতির ঘটনায় পুলিশ কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ ইউনিয়ন পরিষদ ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবি ব্যক্তিমালিকানা স্কুলে সরকারি ভবন বরাদ্দ বাতিলের দাবি

প্রকাশ | ২১ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
জামালপুরের ইসলামপুরে ইউনিয়ন চেয়ারম্যান এবং সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন করে 'ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন' -যাযাদি
জামালপুরের ইসলামপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন। অপরদিকে নাটোরে ব্যক্তিমালিকানা শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভবন বরাদ্দ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন পূর্বের স্থানে নির্মাণেে জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী, নড়াইলের লোহাগড়ায় ডাকাতির ঘটনায় পুলিশ কর্মকর্তার জড়িত থাকার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে রোববার বেলা ১২টায় শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিমতলা প্রাঙ্গণে মানববন্ধনে জেলার ৭৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা অংশগ্রহণ করেন। পরে চেয়ারম্যান পরিষদের সমন্বয়ক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের নেতৃত্বে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চেয়ারম্যান মো. নোমান হোসেন, মাহবুবুর রহমান সোহাগ, উস্তার মিয়া, তাজ উদ্দিনসহ অনেকে। নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামে পতিত সরকারের সাবেক এমপির ব্যক্তিমালিকানা শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভবন বরাদ্দ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। গত শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়া পৌর গেটে নাটোর-পাবনা মহাসড়কে ওই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. রাশিদুল ইসলাম রাজু, আব্দুলস্নাহ আল আওয়াল মমিন, নাসিরুদ্দিন গাজী প্রমুখ। বক্তারা অবিলম্বে ওই ভবন নির্মাণ কাজ বন্ধের দাবি করেন। না হলে স্মারকলিপি প্রদানসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। জানা যায়, বনপাড়ায় সাবেক এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যক্তিমালিকানা শিক্ষা প্রতিষ্ঠান এসআর পাটোয়ারী এডুকেয়ার ইন্সটিটিউটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে চারতলা ভবনবিশিষ্ট একতাল একটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয় গত বৃহস্পতিবার। কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের পক্ষে এসিল্যান্ড মো. আশরাফুল ইসলাম। বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম বলেন, ওই স্কুলে সরকারি বরাদ্দে ভবন নির্মাণ কাজের উদ্বোধনের জন্য ডাকা হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রতিনিধি হিসেবে আমি সেখানে উপস্থিত হয়েছি। এটা আমার উপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব, আমি সেটাই পালন করেছি। ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে রোববার দুপুর ১২টা দিকে উপজেলা অডিটোরিয়াম এলাকায় থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসেন। উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের প্রায় ১৪৪ ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন চিনাডুলী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ফয়জুর রহমান, পাথর্শী ইউপি সদস্য গোলাম মোস্তফা, সাপধরী ইউনিয়নের ওয়াদুদসহ আরও অনেকে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জনান, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের অফিস বর্তমান পুরিন্দা থেকে সাতগ্রামে পূর্বের স্থানে নির্মাণ করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার সকাল ১১টায় এ মানববন্ধন করেন তারা। এ সময় তারা লিখিত বক্তব্যে বলেন, সাতগ্রাম ইউনিয়নটির নামকরণ সাতগ্রাম এলাকাকে কেন্দ্র করেই করা হয়েছিল। ইউনিয়ন পরিষদ অফিসটি প্রতিষ্ঠাকাল থেকে সাতগ্রামেই অবস্থিত ছিল। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে তা পুরিন্দা এলাকায় স্থানান্তর করা হয়। তারা সাতগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের পাশে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের জন্য আধুনিক একটি নতুন ভবন নির্মাণ করাসহ ওই স্থানেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানোর জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবরে আবেদন করে ও মানববন্ধন করেন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের নারায়ণদিয়া গ্রামের শিক্ষক শ্রীপতি বিশ্বাস ও পলস্নব বিশ্বাসসহ তিনজনের বাড়িতে ২০২২ সালের ২৮ অক্টোবর সংঘটিত ডাকাতির ঘটনায় ওই গ্রামের পুলিশ কর্মকর্তা আশিষ মৈত্র জড়িত থাকার অভিযোগ এনে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার স্থানীয় জয়পুর পরশমণি মহাশ্মশান চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন নারায়ণদিয়া, জয়পুর, গোফাডাঙ্গা, চোরখালী ও পুরুলিয়া গ্রামের শতাধিক নারী-পুরুষ। বিক্ষোভ শেষে নারায়ণদিয়া গ্রামের বাসিন্দা ও জয়পুর ইউনিয়নের সদস্য (মেম্বর) ফণিভূষন বিশ্বাস লিখিত বক্তব্য পাঠ করেন। এ ঘটনায় পুলিশ কর্মকর্তা আশিষ মৈত্রসহ কারা কারা জড়িত তার সঠিক তদন্তের জন্য এলাকার জনপ্রতিনিধি ইউপি সদস্য ফণিভূষন বিশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্ট, পুলিশ হেডকোয়ার্টারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা খুলনা খালিশপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আশিষ মৈত্র ডাকাতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই দাবি করে বলেন, গ্রাম্য দ্বন্দ্বের কারণে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে। যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে যে অভিযুক্ত হবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।