৩ জেলায় বিশেষ টাস্কফোর্সের অভিযান ১৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ | ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
চার জেলায় বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাবনায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠান, গাজীপুরের কালিয়াকৈরে তিন, চট্টগ্রামের কর্ণফুলীতে দুই প্রতিষ্ঠান ও বাঁশখালীতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
পাবনা প্রতিনিধি জানান, পাবনায় ডিম, মুরগি ও চালের বাজারে অভিযান চালিয়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বড় বাজার ও হেমায়েতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অভিযানে পোলট্রি এবং সোনালি মুরগি সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করায় আব্দুস সাত্তার মুরগি ঘরকে দুই হাজার টাকা, সরকার যৌক্তিক মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করায় ইমাম হাসমি ডিমের আড়ত, রইছ উদ্দিন ডিমের আড়ত ও নুর আলম ডিমের আড়তকে দুই হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া চালের দাম আপডেট না করায় বিশ্বাস স্টোরকে এক হাজার এবং পাবনা সদরের হেমায়েতপুরসংলগ্ন বুট বাজারে আস্থা পোলট্রির মালিক গিয়াস উদ্দিনকে ডিমের দাম একচেটিয়া নিয়ন্ত্রণ এবং পাইকারি মূল্যের বেশি দামে বিক্রি করার জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ নিয়ে মোট সাতটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষ টাস্কফোর্সের কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপস্থিতর্ যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্তুজা, পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুলস্নাহ মাহমুদ।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রোববার পরিচালিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ এ আদালত পরিচালনা করেন। এ সময় অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭/৩৮ ধারায় হরেহড় সাহা ও প্রদীপ বণিক এবং মন্তস পাল নামের তিন দোকানিকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিল আফরোজ জানান, দ্রব্যমূল্য অধিক মূল্যে বিক্রি করায় ক্রেতারা ভোগান্তির শিকার হচ্ছে। দোকানিরা যাতে অতিরিক্ত লাভের আশায় অধিক মূল্যে পণ্য বিক্রি করতে না পারে তাই উপজেলার প্রতিটি বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়ে আসছে।
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, মূল্য তালিকা না রাখা এবং বিএসটিআই'র লাইসেন্স না থাকার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার উপজেলার ব্রিজঘাট কাঁচাবাজার এবং সৈন্যারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। অভিযানে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম সিএম পরিদর্শক ফারহানা জাহান পারুলসহ সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম সহয়তা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং বেশি দামে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের নেতৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করায় পাঁচ ব্যবসায়ীকে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ১০ হাজার টাকা ও লাইসেন্সবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনার দায়ে দুই রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, 'বাঁশখালীর বিভিন্ন কাঁচা বাজার ও নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করায় পাঁচ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা, লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনার দায়ে দুই রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।'