মধুখালীর চন্দনা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

শ্রীবরদীতে মৃগী বিলে বাউত উৎসব

প্রকাশ | ২১ অক্টোবর ২০২৪, ০০:০০

মধুখালী (ফরিদপুর) ও শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে মৃগী বিলে আয়োজিত বাউত উৎসবে অংশ নেওয়া শৌখিন মাছ শিকারীরা। অন্যদিকে ফরিদপুরের মধুখালীতে চন্দনা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয় -যাযাদি
ফরিদপুরের মধুখালী উপজেলার চন্দনা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দী ব্রিজের নিচে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নওপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বাইচের উদ্বোধন করেন মধুখালী ইউএনও মামনুন আহমেদ অনীক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, ফরিদপুর জেলা যুবদলের সদস্য আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ সতেজ, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যা, যুগ্ম সম্পাদক বাবলু কুমার, শরিফুল ইসলাম, সরকারি আইনউদ্দীন কলেজের সাবেক ভিপি কনক হাসান মাসুদ প্রমুখ। আড়কান্দী, সোন্দাহ ও বন্দর নৌকা বাইচ কমিটির আয়োজনে প্রতিযোগিতা দেখতে দূরদূরান্তের কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নদীর দুই তীর। মাঝি-মালস্নাদের সারি গান, ঢাকঢোলের শব্দ, বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘণ্টার আওয়াজ দর্শকদের বাড়তি আনন্দ দেয়। বিভিন্ন বয়সি হাজারো পুরুষ মধুমতি নদীর দুই পাড়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। বাইচে প্রথম হয়েছে পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের বাকু শেখের মায়ের দোয়া নৌকা। দ্বিতীয় হয়েছে কাশিয়ানী উপজেলার মহেষপুর, নাওড়াদোলা ময়ুর পক্ষী এবং তৃতীয় হয়েছে বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্ণীপুর গ্রামের ছাত্তার ফকিরের ভাই ভাই 'জলপরী' নৌকা। নৌকা বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের শ্রীবরদীতে বাউত উৎসবের মাধ্যমে মাছ ধরা হয়েছে। রোববার সকালে উজান জল কেশরায় মৃগী বিলে এ বাউত উৎসবের মাধ্যমে মাছ ধরা হয়। জানা গেছে, গত শনিবার বিকালে উপজেলার বিভিন্ন বাজারে মাইকিং করা হয়। মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি ছড়িয়ে পড়লে রোববার সকালে কয়েক হাজার উৎসুক জনতা বাউত উৎসবে মেতে ওঠেন। মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে মৃগী বিলে মাছ ধরার উৎসবে মেতে ওঠেন বিভিন্ন বয়সের মানুষ। কয়েক ঘণ্টা চলে এ উৎসব।