শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

নড়াইলে জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা পাবে ৩৭ হাজার নারীশিশু

নড়াইল প্রতিনিধি
  ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
নড়াইলে জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান বিষয়ে সংবাদ সম্মেলন করেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশীদ -যাযাদি

নড়াইলে জরায়ু ক্যান্সার প্রতিরোধে প্রথমবারের মতো ৩৭ হাজারের অধিক নারীশিশু এইচপিভি টিকা পাবে। রোববার সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন নবাগত সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশীদ।

আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে এই টিকাদান চলবে ২০ নভেম্বর পর্যন্ত। মোট ১৮ কর্মদিবসের প্রথম ১০ দিন স্কুলের শিশুদের এবং বাকি ৮ দিন স্কুলের বাইরের শিশুদের টিকা প্রদান করা হবে।

এর মধ্যে সদরে ১২ হাজার ৩৩১, লোহাগড়ায় ১২ হাজার ৬৬৬ এবং কালিয়াতে ১১ হাজার ৫৯১ জনসহ মোট ৩৭ হাজার ৩৯১ শিশু টিকার আওতায় আসবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিদ্যালয় এবং মাদ্রাসার ৫ম থেকে ৯ম শ্রেণিভুক্ত নারীশিশু এবং বিদ্যালয়বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সি শিশুরা টিকা পাওয়ার যোগ্য হবে। স্বাস্থ্য বিভাগের নির্ধারিত এপস-এর মাধ্যমে নিবন্ধিত করার পরেই টিকা প্রদান করা হবে।

বিদ্যালয়গুলোর বাইরে স্বাস্থ্য বিভাগের নির্ধারিত ৯৬৪টি আউটরিচ কেন্দ্রে বিদ্যালয়বহির্ভূত শিশুদের টিকা প্রদানের ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ। সংবাদ সম্মেলনে জরায়ু ক্যান্সারের ভয়াবহতা এবং বিস্তৃতি বিষয়ে সিভিল সার্জন অফিসের ডা. শুভাশিস বিশ্বাস ভিজুয়াল প্রদর্শনের মাধ্যমে উপস্থাপন করেন। সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত কুমার, ডা. মামুন অর রশিদ, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাভোকেট আলমগীর সিদ্দীকি, সহ-সভাপতি হাফিযুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, অ্যাডভোকেট আজিজুর রহমান, খায়রুল আরেফিন রানা, যায়যায়দিনের সাংবাদিক আল আমিন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় ২৫ জন সাংবাদিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে