আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ৯ জেলায় ১১ জন গ্রেপ্তার

প্রকাশ | ২১ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে ভোলা, পাবনার আটঘরিয়া, দিনাজপুরের বোচাগঞ্জ, নেত্রকোনার কেন্দুয়া, খুলনার কয়রা, হবিগঞ্জের মাধবপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, রাঙামাটির কাপ্তাইয়ে মাদককারবারি, লুটপাট, ডাকাত, পর্নোগ্রাফি ও সাজাপ্রাপ্ত আসামিসহ ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও নরসিংপুর ইউপি বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিনকে গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। রোববার সকালে দোয়ারাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংপুর ইউনিয়নের কালাপশী গ্রামের জমির আলীর পুত্র। স্টাফ রিপোর্টার ভোলা জানান, ভোলায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রাসহ মো. গোলাম হায়দার শোভন (৪০) নামে একজনকে আটক করেছেন কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৯টি দেশীয় অস্ত্র, ফাঁকা স্বাক্ষরসহ ব্যাংকের চেক, দলিল, বিদেশীয় মুদ্রা ও একটি ভুয়া সিআইডি পুলিশের আইডি কার্ড উদ্ধার করা হয়। রোববার ভোরের দিকে ভোলার দৌলতখান উপজেলা খায়েরহাট বাজার এলাকায় তারবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার আটঘরিয়া থেকের্ যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পর্নোগ্রাফি মামলার আসামি জিলস্নুর রহমান নামক এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার জানা গেছে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়ন ইসলামগাতী গ্রামের নকিবউদ্দীনের পুত্র জিলস্নুর রহমার এক নারীকে নিয়ে বিভিন্ন এলাকায় রাত্রি যাপনকালে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে। এই ভিডিও এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তার মান মর্যদা ক্ষুণ্ন করার হুমকি দিয়েছে। এই মর্মে এক নারী মামলা দায়ের করলের্ যাব ও পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার জিলস্নুরকে আটক করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে ৩৯৪ বোতল ফেনসিডিলসহ মো. নুরুল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার গভীর রাতে দক্ষিণ তেতড়া ডোলডাঙ্গী গ্রামের মৃত মহির উদ্দীনের পুত্র মো. নুরুল মিয়ার বাড়িতে মাদক বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ছাতইল ইউনিয়নের পরম্শ্বেরপুর দক্ষিণ বিওপি ক্যাম্পে কর্মরত বিজিবি সদস্যরা তার বাড়িতে অভিযান চালিয়ে ৩৯৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। শনিবার সকাল ৯টার সময় জব্দকৃত ফেনসিডিলসহ নুরুল মিয়াকে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জাহিদ সরকারের নিকট হস্তান্তর করলে থানা পুলিশ নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিকে দিনাজপুর কারাগারে প্রেরণ করে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মো. সেলিম মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায় স্থানীয় সূত্রে। মো. সেলিম মিয়া (৩০) কেন্দুয়া পৌরসভার বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে। জানা যায়, গত ৩ জুলাই ২০২৪ তারিখে সাইদপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মো. সাইদুল ইসলাম বাদী হয়ে গত ১৮ অক্টোবর ১৪ জনের নাম উলেস্নখ করে বিজ্ঞ আদালতে অভিযোগ করেন এবং পরে থানায় তা নথিভুক্ত হয়। তারই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে কেন্দুয়া থানা পুলিশের একটি টিম। কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার কয়রায় নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে উপজেলার ২নং কয়রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গাঁজা, মোবাইল ও মোটরসাইকেলসহ আটক করা হয়। আটক হলো ৪ নং কয়রা গ্রামের বেলায়েত ঢালীর ছেলে আবু ইউছুফ ঢালী (৪৫) ও ২ নং কয়রা গ্রামের আব্দুল হক সানার ছেলে সাদিকুর রহমান (৩৮)। কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ মহিলা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম কিবরিয়া ওই এলাকায় অভিযান চালিয়ে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার পশ্চিম হাওড়া মুন্সী বাড়ির মৃত শাহজালালের মেয়ে মোছা. শারমিন আক্তারকে (৩০) আটক করে তার কাছে রক্ষিত লাগেজ তলস্নাশি করে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মাহফুজুল হক ভূঁইয়া (২৪)সহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী। শনিবার রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মাহফুজুল হক ভূঁইয়া (২৪) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ফাউসা গ্রামের বজলুল করিম ভূঁইয়ার পুত্র। অপর আসামি আরিফুর রহমান একই ইউনিয়নের লেঙ্গুরদী এলাকার মো. অলিউলস্নাহ ভূঁইয়ার পুত্র। তাকে একটি লুটপাটের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১শ' গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। আটক নারীর নাম ফুলবানু (৫০)। তিনি কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার ঢাকাইয়া কলোনির বাসিন্দা বলে জানান থানার ওসি মো মাসুদ। শনিবার রাত ১২টায় ওই নারীকে তার বসতবাড়ি হতে আটক করা হয়। অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।