সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
সমাবেশ অনুষ্ঠিত ম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কারবালা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে মহারাজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ হারুন। মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক মো. তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান (অনু), চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বিদায়ী সংবর্ধনা ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে আত্রাই থানা প্রেস ক্লাবের আয়োজনে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আত্রাই থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনও সঞ্চিতা বিশ্বাসকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি ফরিদুল আলম পিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন আত্রাই থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খাঁন, কার্যনির্বাহী সদস্য মো. রুহুল আমিন, কার্যনির্বাহী সদস্য আব্দুল মজিদ মলিস্নক, সহকারী প্রশাসনিক অফিসার মো. আহসান হাবিব প্রমুখ। কর্মী সমাবেশ ম বুড়িচং (কুমিলস্না) প্রতিনিধি প্রায় ১৬ বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিলস্না উত্তর জেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে কুমিলস্না উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম আব্দুল আলিমের সভাপতিত্বে এবং উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী এসএম ছানাউলস্নাহ্‌ রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউলস্নাহ্‌। প্রধান বক্তা ছিলেন কুমিলস্না মহানগর ছাত্রশিবিরের সভাপতি নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমান। প্রীতি ফুটবল ম্যাচ ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁওয়ে জুলাই গণ-অভু্যত্থানে শহীদদের স্মৃতিচারণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শাঁখচূড়া উচ্চবিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে শহীদ মীর মুগ্ধ একাদশকে ২-১ গোলে হারিয়ে শহীদ আবু সাঈদ একাদশ জয়লাভ করে। খেলায় অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম মজনু, বিলস্নাল শেখ, শাঁখচূড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম, ক্রীড়াবিদ আমিনুল ইসলাম আসাদ প্রমুখ। দোয়া মাহফিল ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি হরিণাকুন্ডু উপজেলা বিএনপি সাবেক উপজেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র মরহুম আজিজুর রহমান মন্ডলের ১৯তম মৃতু্যবার্ষিকী পালিত। হরিণাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে শনিবার সকালে মরহুমের নিজ বাসভবনে দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট এম এ মজিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান। ফুটবল টুর্নামেন্ট ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের মধুখালীতে রামদিয়া বাশঁপুর ক্রিড়া সংঘের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের রামদিয়া উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে খেলা উদ্বোধন করেন মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী, যুগ্ম সম্পাদক রমজান বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক আরেফিন সাদ্দাম, হাবিবুর রহমান, সদস্য রাজীব হোসেন, উত্তম বাকী। বসতবাড়িতে আগুন ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বাড়ির ৩টি রুমের ৩ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার চাকিরপাশার তালুক গ্রামের মো. সাদেকুল ইসলামের বাসায় আগুন লাগে। পথচারীরা আগুন দেখে চিৎকার দিলে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনের লেলিহান শিখায় ৪টি রুমের মধ্যে ৩টি রুমে আগুনে প্রজ্বলিত হয়ে ওঠে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ বাহিনীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ছাত্র সমাবেশ ম চট্টগ্রাম বু্যরো চট্টগ্রাম নগরের হালিশহর থানা জামায়াতের আয়োজনে প্রাক্তন ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হালিশহরের ইডেন প্যালেস কমিউনিটি সেন্টারে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর আলহাজ্ব শাহাজাহান চৌধুরী। হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ও বায়তুলমাল সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান। সমাবেশে পবিত্র কুরআন পাঠ করেন সাবেক ছাত্রনেতা মাওলানা মো. মহিউদ্দিন। সেমিনার অনুষ্ঠিত ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে জেলা ইমাম পরিষদের উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে ইমাম-খতিবগণের দায়িত্ব-কর্তব্য শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আশরাফুল আলম সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন লেখক, অনুবাদক ও গবেষক ডক্টর মাওলানা শহিদুল ইসলাম ফারুকী। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। সেমিনারে দোয়া পরিচালনা করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা দেলওয়ার হোসেন। এ সময় বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদুলস্নাহ, মাওলানা সাইদুর রহমান। কর্মী সভা ম নেত্রকোনা প্রতিনিধি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা তাঁতিদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈনুল কবির রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা তাঁতিদলের আহ্বায়ক আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা তাঁতিদলের সদস্য-সচিব আজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রোয়াইল বাড়ী আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সুরুজ আলী, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া। নির্মাণ কাজের উদ্বোধন ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও মধ্যপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদটির নির্মাণ করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান উজ্জ্বল, মসজিদের সভাপতি আবদুল আলী, সহসভাপতি সোলাইমান হক, সাধারণ সম্পাদক আ. সালাম, বিএনপি নেতা ফুলু মিয়া, আলমাছ হোসেন সরকার, সাংবাদিক হারুন উর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসলিস্নরা। বৃত্তি প্রদান ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব পূর্বধলা (কাপ)-এর বার্ষিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এককালীন বৃত্তির নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার পূর্বধলা সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আনোয়ারুল হক রতন। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, বাসন থানার সাবেক ওসি শাহ জাহাঙ্গীর আলম, পূর্বধলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম। প্রস্তুতি সভা ম মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দারোরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুমিলস্নার মুরাদনগর উপজেলার দারোরা হাইস্কুল মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহম্মেদ মীর। ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন মোলস্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সৈয়দ কায়েস আহম্মেদ মীর। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রাজ্জাক। মতবিনিময় সভা ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের আড়াইহাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও চাঁদাবাজির বিরুদ্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সি সার্কেল গোলাপ হোসেন, আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন, কালাপাহাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক ছাত্রদল নেতা মোবারক হোসেন, সিদ্দিকুর রহমাম সিদ্দিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সভাপতি মহিবুর রহমান। স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভা ম স্টাফ রিপোর্টার, ভোলা ভোলায় আইডিই বাংলাদেশের ট্রান্সফর মিংলাইভস থ্রো নিউট্রিশন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার কার্যালয়ের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল। অনুষ্ঠান পরিচালনা করেন আইডিই বাংলাদেশের ট্রান্সফর মিংলাইভস থ্রোনিউট্রিশন প্রকল্পের টিম লিডার সুব্রত পাল। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা গণস্বাস্থ্যর উপসহকারী প্রকৌশলী ও বিভিন্ন ইউনিয়নের সচিব, প্রাইভেট সেক্টর এবং এনজিওর প্রতিনিধিরা। ফুটবল টুর্নামেন্ট ম ঠাকুরগাঁও প্রতিনিধি নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চেরাডাঙ্গী মাঠে জুলাই-২০২৪ শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে 'চেরাডাঙ্গী দি নিউনেশন ক্লাব' এর আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। উদ্বোধনী ম্যাচে ফটিকছড়ি চট্টগ্রাম দল-জয়পুরহাট দলকে ২-০ গোলে পরাজিত করে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হামিদ, মুরাদ হোসেন, গোলাম মাওলা চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি মো. কায়েস ও অন্যরা। মাছের পোনা বিতরণ ম চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের চকরিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মধ্যে বিনা মূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পোনামাছ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, মেরিন ফিশারিজ অফিসার মো. জেড এম মোছাদ্দেকুল ইসলাম, উপজেলা মৎস্য দপ্তর, উপজেলা প্রাণিসম্পদ, উপজেলা কৃষি দপ্তরের প্রতিনিধি ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা। মতবিনিময় সভা ম আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন আয়োজিত সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুধিজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সভাকক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার বি-সার্কেল নাজরান রউফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, জামায়াতের সাবেক আমির হাফেজ আতোয়ার হোসেন, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন। \হ সভা অনুষ্ঠিত ম ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় সভায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুমাইয়া হোসেন লিয়ার সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. আহম্মেদ জাবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড ইকবাল হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসাইন। ডিলার নিয়োগ ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি কাজিপুরে হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা মূল্যের চাল বিক্রয়ের জন্য ডিলার নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ১২ ইউনিয়নের জন্য মোট ২৬ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ২৬ জন ডিলারের বিপরীতে মোট ১০৯টি আবেদন পড়ায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রদান করা হয়। লটারির কার্যক্রম পরিচালনাকালীন ছিলেন কমিটির সভাপতি ইউএনও (ভারপ্রাপ্ত) ছাবরিন আকতার, খাদ্য কর্মকর্তা আরাফাত আলী, কমিটির সদস্য কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, গুদাম কর্মকর্তা পলাশ কুমার সুত্রধর, সাংবাদিক শাহজাহান আলী, সহআবেদনকারী ডিলারগণ। সমন্বয় সভা অনুষ্ঠিত ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. আশাদুল হক। বিশেষ অতিথি ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আয়শা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফ আহম্মদ।