বাংলাদেশের বঙ্গোপসাগরে মাছ ধরতে আসা ৪৮ ভারতীয় জেলেকে বাগেরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে। মোংলা থানা পুলিশ গত শুক্রবার সন্ধ্যায় আটক বিদেশি জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিনটি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়। মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে কর্তব্যরত কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে।
মোংলাস্থ নৌবাহিনী ও কোস্ট গার্ডের বরাত দিয়ে শনিবার মোংলা থানা পুলিশ জানায়, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। জানতে পেরে টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করে। ট্রলারে থাকা দুই হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামে বিক্রি করা হয়। এরপর আটক ট্রলার ও জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
মোংলা থানার নবাগত ওসি আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিদেশি এই জেলেদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়।