শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

মা ইলিশ সংরক্ষণ অভিযানে মাছসহ জাল জব্দ

চিকিৎসক ও ব্যবসায়ীকে জরিমানা
স্বদেশ ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৪, ০০:০০
মা ইলিশ সংরক্ষণ অভিযানে মাছসহ জাল জব্দ

শরীয়তপুরের গোসাইরহাট ও পিরোজপুরের ইন্দুরকানীতে বলেশ্বর নদী, মেঘনা ও জয়ন্তী নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ মাছ এবং জাল জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। অপরদিকে নরসিংদীর মনোহরদীতে ভুল চিকিৎসা দেওয়া ও চট্টগ্রামের সাতকানিয়া অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে জরিমানা করেছে উপজেলা প্রশাসন এবং গ্রাম সালিশগণ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ৭০ কেজি মা ইলিশ ও ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। তারপর মাছগুলো স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করা হয়। শনিবার বেলা ১০টার দিকে মেঘনা ও জয়ন্তী নদীতে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম।

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে শুক্রবার উপজেলার বলেশ্বর নদীতে মৎস্য দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইলিশ মাছ ধরা জাল জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব তুষার সাহা, সহযোগিতা করেন ইন্দুরকানী থানার পুলিশ সদস্য এবং মাঠ সহায়ক জ সাকিল শেখ। গোপন তথ্যের ভিত্তিতে বলেশ্বর নদীর আলীর খাল এলাকা থেকে প্রায় ১৫০০ মিটার সুতার জাল, লাহুড়ি বাজার সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩০০০ মিটার কারেন্ট জাল এবং ২টি রাক্ষুসে বেহুন্দি জাল জব্দ করা হয়।

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর মনোহরদীতে ভুল চিকিৎসা দেওয়ায় তিন বছরের এক শিশুর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির মা ফাতেমা বেগম বাদী হয়ে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে সালিশের মাধ্যমে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছেন অভিযুক্ত চিকিৎসক ইব্রাহীম এইচ সরকার। ফাতেমা বেগম উপজেলার কাচিকাটা ইউনিয়নের দাইরাদী গ্রামের ইমরান হোসেনের স্ত্রী। অভিযোগে ফাতেমা বলেন, আজকে এক সালিশি বৈঠকের মাধ্যমে আমার মেয়ের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেন ডাক্তার ইব্রাহীম। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল হোসেন বলেন, থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, বাজার তদারকির অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট কাঁচা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন। শনিবার দুপুর ১২টায় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ছরওয়ার কামাল, সাতকানিয়া থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও ছাত্র সমাজের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে