নেত্রকোনায় অনুষ্ঠিত হলো পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে শনিবার সকাল ১০টায় জেলা জজ আদালত ভবনের সম্মেলনকক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম রাজিবুল হাসানের সভাপতিত্বে এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের সঞ্চালনায় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান। কনফারেন্সে অন্যদের মধ্যে বক্তৃতা দেন- জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইন, সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য্য, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তনিমা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ সিবলী সাদিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, নেত্রকোনা কাজী শাহ নেওয়াজ প্রমুখ। কনফারেন্সে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান বলেন, মামলার দীর্ঘ সূত্রিতা কমিয়ে আনতে তদন্ত রিপোর্ট যথাসময় আদালতে পাঠাতে হবে। কেউ যেন অযথা হয়রানি না হয়, সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।