আঁখড়া বাড়িতে শেষ হলো সাধুর হাট
প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০
কুষ্টিয়া প্রতিনিধি
ফকির লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আঁখড়া বাড়িতে তিন দিনের অনুষ্ঠান শেষ হয়েছে শনিবার। যদিও সাধুসঙ্গ শেষ হয়েছে গত শুক্রবার। দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হয় সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা। সামনের দৌল পূর্ণিমায় মিলনের আকাঙ্ক্ষা নিয়ে লালনের আঁখড়া ছেড়েছেন বাউল সাধুরা।
এবারও দেশ-বিদেশের হাজার হাজার লালনভক্ত অনুসারির মিলন ঘটে সাঁইজির ধামে। একাডেমির পাশে কালী নদীর ধারে গ্রাম্যমেলা চলছে বেশ জোরেশোরে। শুধু বাউল নয়, লাখ লাখ মানুষের সমাগম ঘটে লালন মেলায়। শনিবার আনুষ্ঠানিক মেলার কার্যক্রম শেষ হয়েছে।
'সব লোকে কয় লালন কি জাত সংসারে, ফকির লালন কয় জাতের কিরূপ দেখলাম না এ সংসারে...ডুবলে পারে রতনপাবি'- বাউল সাঁইজির এসব আধ্যাত্মিক গানের সুরে গত তিন দিন মজেছিল ছেউড়িয়া আখড়াবাড়ি। ১৭ অক্টেম্বর সন্ধ্যায় তিরোধান দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।