ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব যুবদল কর্মী গুলিবিদ্ধ

প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা সোহান পারভেজ বিপু (৪৩) গুলিবিদ্ধ হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার আড়ামবাড়িয়া বাজারে এ ঘটে। গুলিবিদ্ধ বিপু সাড়া ইউনিয়নের গোপালপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। জানা যায়, ঘটনার দিন রাতে বিপু তার আরামবাড়িয়া বাজার সংলগ্ন ব্যক্তিগত কার্যালয়ে ৬-৭ জন নেতাকর্মী নিয়ে আলাপ করছিলেন। এ সময় ঈশ্বরদী থেকে মোটর সাইকেলে একদল দুর্বৃত্ত এসে বিপুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। বর্তমানে তিনি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, বিপু গত ৫ আগস্টের পর থেকে লালপুর এবং আড়ামবাড়িয়ার বালু মহাল থেকে শুরু করে সব সিন্ডিকেট নিজ নিয়ন্ত্রণে নেন। সেই সিন্ডিকেটের টাকা ভাগাভাগি ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজমান বিরোধের জের থেকে বিপুর ওপর এই হামলার ঘটনা ঘটতে পারে। ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, পুলিশ ইতোমধ্যে গুলির ঘটনায় অভিযান শুরু করেছে। ভিকটিম অভিযোগ করলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।