তাড়াশে গ্রাম উন্নয়ন কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ভূঞাপুরে জমি-সংক্রান্ত বিরোধে ৯ জন আহত

প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম উন্নয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, টাঙ্গাইলের ভূঞাপুরে জমি দখল কেন্দ্র করে মারামারিতে আহত হয়েছেন আরও ৯ জন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম উন্নয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে তাড়াশ উপজেলার মাগুরাবিনোদ ইউনিয়নের মান্নান নগর বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। জানা যায়, হামকুড়িয়া গ্রামের গ্রাম উন্নয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে মাগুরাবিনোদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক ও তাড়াশ উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম মোলস্নার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর জের ধরে দুই পক্ষ মান্নান নগর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন, যার মধ্যে- মোতালেব হোসেন, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মাহতাব আলী, মহসীন, শিবলু, আব্দুল বারিক, তছলিম ও আব্দুর রাজ্জাক উলেস্নখযোগ্য। আহতদের মধ্যে আব্দুর রশিদ ও মাহতাব আলীর অবস্থা আশঙ্কাজনক। তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে চরাঞ্চলে জমি দখলকে কেন্দ্র করে মারামারিতে ৯ জন আহত হয়েছে। শনিবার উপজেলার গাবসারা ইউনিয়নের রেহাইগাবসারা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের স্বজনরা জানান, সকালে রেহাইগাবসারা গ্রামের শহিদুল ইসলাম তার বাড়ির পাশে জমিতে ঘাস নিধনের ওষুধ দিতে গেলে বাধা দেন একই গ্রামের জয়নাল। কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মহিলাসহ ৯ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- রেহাইগাবসারা গ্রামের মৃত হবি মৃধার ছেলে শহিদুল মুধা, একই গ্রামের এবাদত মিয়ার ছেলে আবু হানিফ, আনোয়ার হোসেন ও সফিক মিয়া। অপরপক্ষে আল আমিন মিয়ার ছেলে জিসান, সাইফুদ্দিনের ছেলে সজিব, জয়নাল মিয়ার ছেলে আরিফ ও সাগর, হোসেন আলীর ছেলে জয়নাল মিয়া ও তার স্ত্রী আনোয়ারা বেগম আহত হন।