প্রশাসনের হস্তাক্ষেপে অবশেষে পঞ্চগড়ে কমতে শুরু করেছে ডিমের দাম। দুইদিনের ব্যবধানে প্রতি হালিতে চার টাকা কমে শনিবার থেকে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। গত বৃহস্পতিবার পঞ্চগড় বাজারে প্রতি হালি ডিম বিক্রি হয়েছিল ৫৪ টাকা দরে। আগামী দিনগুলোতে ডিমের দাম আরও কমে গ্রাহকদের নাগালের মধ্যে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক।
ডিমের দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ার দাম নিয়ন্ত্রণে বাজারে নামে জেলা প্রশাসনের মনিটরিং কমিটি। গত বৃহস্পতিবার এই টিম বাজারে অভিযান চালায়। একজন ব্যবসায়ীকে জরিমানাসহ প্রতি হালি ডিমের দাম ৪৮টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু ফার্ম থেকে বেশি দামে ক্রয় করে লোকসান দিয়ে বিক্রয় করায় সকল ব্যবসায়ী একসঙ্গে গত শুক্রবার ডিম বিক্রয় বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে মাঠে নামে জেলা প্রশাসন। তারা ডিম উৎপাদনকারী ফার্মগুলোর সঙ্গে আলোচনা করে ডিমের দাম কম নেওয়ার ব্যবস্থা করে দেয়। শুক্রবারই পাইকারী ডিম বিক্রেতারা ফার্ম থেকে নতুন দামে ডিম এনে শনিবার সকাল থেকে খুচরা পর্যায়ে প্রতিহালি ডিম ৫০ টাকা দরে বিক্রয় শুরু করে।
পঞ্চগড় বাজারের ডিম ব্যবসায়ী মোখলেছুর রহমান জানান, 'আমরা ফার্ম থেকে যে দামে ডিম ক্রয় করতাম তার সঙ্গে ভাড়া খরচ বাদ দিয়ে খুব কম লাভে ডিম খুচরো পর্যায়ে বিক্রয় করতাম। বেশি দামে ডিম ক্রয় করে আমাদের বেশি দামেই বিক্রয় করতে হত। শুক্রবার আমরা ফার্ম থেকে আগের চেয়ে কম দামে ডিম এনে শনিবার থেকে ৫০ টাকা হালি দরে বিক্রয় করছি। তারা দাম কমালে আমরাও দাম কমাতে পারব।'
কথা বললে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, 'ডিমের বাজার নিয়ন্ত্রণে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আগের চেয়ে কম দামে ডিম বিক্রয় করতে রাজি হয়েছে। এ কারণে শনিবার থেকে প্রতি হালিতে চার টাকা কমে ৫০ টাকায় বিক্রয় হচ্ছে। আগামীতে ডিমের দাম আরও কমবে।'