দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি ও কৃষকের উন্নয়নে আদর্শ কৃষকদের নিয়ে সর্বাধিক প্রযুক্তিতে ধান আলু ও সরিষা চাষকে আরও লাভজনক করার লক্ষ্যে কৃষক সমাবেশ ও কৃষি-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভিন্ন এলাকার ৩ শতাধিক আদর্শ কৃষক-কৃষাণি অংশ নেন।
শনিবার বেলা ১১টায় ডুগডুগীহাট কলেজ মাঠে এসিআই ফার্টিলাইজারের পরিবেশক শফিকুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এহসানুল হক পলাশ। প্রধান অতিথির বক্তব্য রাখেন এসিআই ফার্টিলাইজাররের বিজনেস ডিরেক্টর বশির আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, এসিআই ফার্টিলাইজারের বিজনেস পার্টনার মিস্টার লি. সেলস ম্যানেজার জিলস্নুর রহমান, প্রোডাক্ট ম্যানেজার রাসেল মাহমুদ, সিনিয়র এরিয়া ম্যানেজার রাশেদ ইকবাল, মার্কেটিং অফিসার তাজমিলুর রহমান, এসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার রায়হান কবির। আরও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট আমির মোফাখখায়ের ইসলাম মোলস্না, নায়েবে আমির আজিজার রহমান, সমাজ সেবক আব্দুল ওয়াহাব মাস্টার প্রমুখ।