সিলেটে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন
বজ্রপাত ও ট্রেনে কাটা পড়ে আরও ৭ অপমৃতু্য
প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
সিলেটে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন হয়েছে। এদিকে, ট্রেনে কাটা পড়ে, টনসিল অপারেশনের পর, নদী ও পুকুরের পানিতে ডুবে এবং বজ্রপাতে ছয় জেলায় আরও সাতজনের অপমৃতু্য হয়েছে। জয়পুরহাট, বাগেরহাটের চিতলমারী, বরিশালের বানারীপাড়া, নড়াইলের লোহাগড়া, খুলনার পাইকগাছা ও লক্ষ্ণীপুরের রায়গঞ্জে এসব অপমৃতু্যর ঘটনা ঘটে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
সিলেট অফিস জানায়, সিলেট নগরীর সাগরদীঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। শুক্রবার রাত সাড়ে ১১টার সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মো. শাওন মিয়া নামের ওই যুবক মারা যান। শাওন সিলেট মহানগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে পূর্ব বিরোধের জের ধরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাহত করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে সাগরদীঘিরপাড় মণিপুরী গলিতে দুর্বৃত্তরা শাওনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সচীন চন্দ্র (৩৫) নামের এক ভ্যানচালকের মৃতু্য হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সচীন পাঁচবিবি পৌরসভার মদিনা মসজিদ এলাকার নিতাই চন্দ্রের ছেলে। পাঁচবিবি স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, জয়পুরহাটে টনসিল অপারেশনের পর রুমা আক্তার (২৮ ) নামে এক রোগীর মৃতু্য হয়েছে। গত শুক্রবার রাতে পূর্ব বাজার বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মৃতের পরিবারের দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসায় রুমার মৃতু্য হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার নুরপুর মৃধাপাড়া গ্রামের শামীম হোসেনের স্ত্রী।
স্বজনরা জানান, রুমা টনসিল অপারেশন করাতে শুক্রবার রাতে শহরের ধানমন্ডি এলাকায় বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। ডাক্তার আসাফউদ্দৌলা ও তানভিরের তত্ত্বাবধানে টনসিল অপারেশনের পর ওই গৃহবধূর মৃতু্য হয়। এদিকে, মরদেহ রেখে ডাক্তার-নার্সসহ হাসপাতালের সবাই পালিয়ে যান। রুমার স্বামী শামীম হোসেন বলেন, 'চিকিৎসকের অবহেলার কারণেই আমার স্ত্রীর মৃতু্য হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবি করছি।' জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানান, পুলিশ ময়নাতদন্তের লাশটি জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্তের পরেই মৃতু্যর প্রকৃত কারণ জানা যাবে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা রাজনগর এলাকায় মধুমতি নদী থেকে আব্দুর রব (৪৯) নামের একজন জুয়াড়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নদীতে ভাসতে দেখে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। আব্দুর রব উপজেলার কুনিয়া চরচিংগুড়ি গ্রামের হানিফ খানের ছেলে।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলাতলা রাজনগর এলাকায় মধুমতি নদীর পাশে ৫-৬ জন জুয়ার আসর বসায়। এ সময় সেনাবাহিনীর টহল দল দেখে জুয়াড়িদের ধাওয়া দিলে তারা মধুমতি নদীতে লাফ দেয়। এ সময় সাঁতার না জানায় আব্দুর রব পানিতে তলিয়ে যান। শনিবার সকালে ওই নদীতে রবের লাশ ভেসে ওঠে।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বানারীপাড়ার তালাপ্রসাদ গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে আউয়ার দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইয়াসিনের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে পুলিশ স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আউয়ার বাজারের উত্তর পাশে কবির মোলস্নার স'মিলের পাশে স্থানীয়রা খালে ভাসমান লাশটি উদ্ধার করে। এর আগে গত ১৭ তারিখ থেকে ইয়াসিন নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে, ইয়াসিন সাঁতার না জানার কারণে গোসল করতে গিয়ে ডুবে মারা যেতে পারে।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়ায় ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের কামড়ে কুটি মিয়া মোল্যা (৫৩) নামে একজন কৃষকের মৃতু্য হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার লাহুড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। কুটি মিয়া মোল্যা লাহুড়িয়া পশ্চিমপাড়ার মৃত তেজন মোল্যার ছেলে।
জানা গেছে, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন কুটি মিয়া। রাত আনুমানিক ৩টার দিকে ঘুমের মধ্যে তাকে একটি বিষধর সাপে কামড় দিলে তিনি পরিবারকে বিষয়টি জানান। ভোর রাতে গুরুতর অসুস্থ হলে তাকে মাগুরার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার পাইকগাছায় বজ্রপাতে লাকি গাজী নামে একজন নিহত ও সন্তোষ-সুভদ্রা সানা দম্পতি আহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলায় আনিছ (ভুট্টোর) চিংড়ি ঘেরে শ্যাওলা পরিষ্কার করা অবস্থায় মুসলধারে বৃষ্টিপাতের সময় বজ্রপাত ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত লাকি (৪৫) লক্ষ্ণীখোলা গ্রামের তোফাজ্জল গাজীর ছেলে। আহত সন্তোষ (৫৯) ও তার স্ত্রী সুভদ্রা সানা ( ৫২) এর বাড়ি চাঁদখালীর হেতালবুনিয়া গ্রামে।
ঘটনাস্থল পরিদর্শন করে ইন্সপেক্টর (অপারেশন) রঞ্জন মিস্ত্রী জানান, নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে।
আহত সন্তোষ সানার ভাই আশুতোষ সানা বলেন, সকালে লাকি, দাদা-বৌদিসহ ৪ জন শ্যাওলা পরিষ্কারের জন্য ভুট্টোর চিংড়ি ঘেরে কাজ করছিলেন। সকাল ৯টায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে লাকি নিহত ও দাদা-বৌদি আহত হন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে এক শিশুর পানিতে ডুবে মৃতু্য হয়েছে। শনিবার সকালে রায়গঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের আয়েরপাড়া মহলস্নায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক জিয়া। মৃত তাসিন আয়েরপাড়া মহলস্নার প্রবাসী রাকিবুল হাসানের ছোট ছেলে।
এলাকাবাসী জানায়, বাড়ির পাশে পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে এলাকাবাসীর সহযোগিতায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।