গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে -কাদির ভূঁইয়া

প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবোতে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল -যাযাদি
গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। শনিবার বিকালে উপজেলার আমলাব ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আমলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুর মোর্শেদ, বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দীন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রান্ত প্রমুখ।