মধ্যনগরে যুবলীগ সভাপতি তোফাজ্জল গ্রেপ্তার

চার জেলায় আরও ৫ জনকে আটক

প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
সুনামগঞ্জের মধ্যনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। অপরদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, পাবনার সাঁথিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চোর, ধর্ষণ মামলার আসামি ও জাল টাকাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার  সন্ধ্যায় উপজেলার মধ্যনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের কিশোরীকে ধর্ষণ মামলার আসামি আহম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাতে ১১টার দিকে দর্শনা থানায় ওই কিশোরীর বাবা নাজমুল বাদী হয়ে আহম্মদ আলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন। আহম্মদ আলী উপজেলার মদনার জুড়ান মন্ডলের ছেলে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জবাই করা গরুসহ ২ চোরকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। শনিবার ভোরে সরাইল বিকাল বাজার মোলীহাটা এলাকা থেকে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে মহন মিয়ার বাড়ি থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে গরুটি চুরি করে সিএনজি দিয়ে জবাই করা গরুটি নিয়ে যাওয়ার সময় মোলীহাটা এলাকার লোকজন সন্দেহ করে তাদেরকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করে আরও ১ জন পালিয়ে যায়। আটক হলো সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে হালুয়াপাড়ার নিবাসী সোলাজ মিয়া ও কালীকচ্ছ ইউনিয়নের বড়িউড়া গ্রামের আয়ুব আলীর ছেলে সাজু মিয়া। সরাইল থানার ওসি মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মমিন মিয়ার নানা আবুল হোসেন বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেছেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চুরি হওয়া মালামালসহ এক চোরকে আটক করেছে পুলিশ। তারাটি গ্রামের নুরুল হক স্বপনের ছেলে মেহেদী হাসান মনি (২২) কে আটক করা হয়। সেইসঙ্গে দোকান থেকে চুরি যাওয়া তারাটি নতুন বাজারের পাশেই জুয়েল নামের একজনের বাড়ির জঙ্গল থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। পরে মামলা দিয়ে শনিবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়। সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়া উপজেলাধীন মিয়াপুর বনগ্রাম হাটে ৪৫ হাজার জাল টাকাসহ হালিম শেখ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পাবনা সদর থানার তারাবাড়িয়া ইউনিয়নের কেলচুরি গ্রামের আবদুর রহিম শেখের ছেলে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার এসআই শাহ আলমের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য মিয়াপুর বনগ্রামহাট থেকে তাকে গ্রেপ্তার করে।