শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

নতুন কর্মকর্তার যোগদান

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন বৃহস্পতিবার যোগদান করেছেন। তিনি ৩৩তম বিসিএস ক্যাডার হিসেবে রাজবাড়ী জেলা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ২০১৪ সনে প্রথম যোগদান করেন। এছাড়া বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ মহাখালী উপপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। ২০২১ সালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এক বছর দায়িত্ব পালন করেন। তিনি বলেন, তার একমাত্র প্রত্যাশা সবার সহযোগিতায় ৫০ শয্যা হাসপাতালকে ১০০ শয্যা হাসপাতালে রূপান্তর করা দরকার।

দায়িত্ব গ্রহণ

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সরকারি আইন কর্মকর্তা (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও বাঁশখালী কৃতি সন্তান অ্যাড. শওকত ওসমান। বৃহস্পতিবার সকালে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত দুটি নিয়োগ আদেশে জারি করা হয়। এতে উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পৃথক নিয়োগ আদেশে বলা হয়।

নগদ অর্থ বিতরণ

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায় গরিব মানুষের মধ্যে সকালের নাস্তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মোমেন মোলস্না। এ সময় আরও উপস্থিত ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, রোকেয়া বেগম আদর্শ মহিলা আলিয়া মাদ্রাসার সুপার মনিরুল ইসলাম, মাধবদী হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক পরিচালক মো. নজরুল ইসলাম প্রমুখ।

চক্ষু শিবির অনুষ্ঠিত

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বন্ধু সংগঠনের সহযোগিতায় দিনব্যাপী চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজে প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের (ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ পরিচালিত) ব্যবস্থাপনায় চক্ষু শিবির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের পিইসি ইনচার্জ ও রিফ্রাকশনিস্ট নাজমুস সাকিব, রিফ্রাকশনিস্ট ফারজানা আক্তার, বন্ধু সংগঠনের রিয়াদ চৌধুরী, ফাহাদ, রনি, রিপন রুকন, রতন, টিটু, সোহাগ, হাবিব, আবু সালেহ, হাকিম, বিলস্নাল।

খেলা অনুষ্ঠিত

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে জামতলি যুব সংঘ ও এলাকাবাসীর আয়োজনে ৮ দলের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ১-০ গোলে ডাবিস্নউ, এফ.সি ফুলবাড়ি দলকে পরাজিত করে এ.এফ.সি দিনাজপুর দল জয়ী হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলার মন্মথপুর ইউনিয়নের জামতলী স্কুল মাঠে প্রকৌশলী সরদার মোহাম্মদ হামিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম (ডাক্তার)।

কর্মী সম্মেলন

ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সন্তোষপাড়া ইউএনও পার্কে উপজেলা আমির মাওলানা মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার। উপজেলা সেক্রেটারি মো. ওয়াসিম মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা আমির মাওলানা মো. আ. জ. ম. রুহুল কুদ্দুস। বক্তব্য রাখেন সাবেক মুন্সীগঞ্জ জেলা আমির মাওলানা মো. আব্দুল আউয়াল জিহাদী, জেলা নায়েবে আমির মো. নুরুল হক পাটোয়ারীসহ অনেকে।

মাছের পোনা বিতরণ

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মধ্যে বিনামূল্যে ৫৬৮ কেজি রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশানার (ভূমি) জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, মেরিন ফিশারিজ অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।ু

সভা অনুষ্ঠিত

ম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নির্বাহী সদস্যদের নিয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জমিয়তের নিজস্ব ভবনে উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন হুমায়ুন সরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এওয়াজপুর অযুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তফা কামাল। সঞ্চালনায় ছিলেন জমিয়তের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান।

মতবিনিময় সভা

ম দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর-ঘিওর-শিবালয় উপজেলার বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার শহরের বাসস্ট্যান্ডের কাঁচা বাজার এলাকায় নিজ বাসায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবির। এ সময় আরও বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মো. লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, শিবালয় উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম প্রমুখ।

তালের চারা রোপণ

ম শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া ইকোপার্কে বজ্রপাত নিরোধে গত বুধবার বারশ' তালের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহকুমা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বজ্রপাত নিরোধে তাল গাছ সহায়ক হিসেবে কাজ করে। জলবায়ু পরিবর্তনের ফলে বজ্রপাতের সময়কাল পূর্বের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে। এ জন্য প্রতিনিয়ত বজ্রপাতে প্রাণ হারাচ্ছে যুবক, বৃদ্ধসহ সব বয়সের মানুষ। তাই বজ্রপাত থেকে রক্ষা পেতে তাল গাছ রোপণের বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার বিপস্নব কুমার রায়, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, মহকুমা কল্যাণ সংস্থার পক্ষে অনিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মী সমাবেশ

ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

তাহিরপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সুলেমানপুর বাজারে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলামনুর মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জুনাব আলী, জেলা বিএনপি ধর্মবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, সহ-দপ্তরবিষয়ক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক তোজাম্মিল হক নাসরুম, ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল।

নবাগত ওসির যোগদান

ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এম এ রউফ খান। তিনি চাকরি জীবন শুরু করেন ২০০৮ সালে এসআই (নিরস্ত্র) পদে তিনি এর আগে ঈশ্বরদী সার্কেল অফিস পাবনায় কর্মরত ছিলেন। গত মঙ্গলবার বিকালে হরিণাকুন্ডু থানায় যোগদান করেন। এ সময় হরিণাকুন্ডু প্রেস ক্লাবের পক্ষ থেকে হরিণাকুন্ডু থানার নবাগত অফিসার ইনচার্জ, এম এ রউফ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ছিলেন হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা রিপন, সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এল বি লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, মো. শফিকুল ইসলাম স্বপন আহ্বায়ক হরিণাকুন্ডু উপজেলা স্বেচ্ছাসেবক দল।

প্রশিক্ষণ অনুষ্ঠিত

ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সমবায় অফিসের উদ্যোগে সমবায়ী যুবক ও যুব-মহিলাদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালায় প্রধনী অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্র্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাসেদুজ্জামান। উপজেলা সমবায় অফিসার মো. মোরাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ বজলুর রশিদ কনক, কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, জেলা কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মো. খালিদ হোসেন প্রমুখ।

কর্মিসভা

ম চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে জামায়াতে ইসলামী বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হাশিমপুর এলাকার হল টুয়েন্টি ফোর ক্লাবের হলরুমে সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী হাশিমপুর ইউনিয়ন সভাপতি মৌলানা কাজি জসিমউদ্দিন। উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছাত্রনেতা হাসান শহীদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শূরা সদস?্য অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা সেক্রেটারি মোহাম্মদ কুতুবউদ্দিন, সহকারী সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, বায়তুল মাল সম্পাদক আব্দুল খালেক নেজামী।

কবর জিয়ারত

ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

ছাত্র-জনতার আন্দোলনে শহীদ বাগেরহাটের চিতলমারীর সাব্বির মলিস্নকের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সোহাগ মোলস্না। শুক্রবার সকাল ১১টায় তিনি উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রনেতাদের সাথে নিয়ে হিজলা গ্রামে শহীদ সাব্বির মলিস্নকের কবর জিয়ারত করেন। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষে শহীদ সাব্বিরের বাবা-মা'কে সহমর্মিতা জানানোসহ আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুস, সদস্য সচিব এলাহি মোলস্না।

বর্ণাঢ্যর্ যালি

ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় বিশ্ব হাত দোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার গোপালপুর দারুসসুন্নাহ আরাবিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।র্ যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য অফিসের উপসহকারী অফিসার মো. বিদু্য মিয়া, উপজেলা প্রোগ্রামার পাপন চন্দ্র সরকার, গোপালপুর দারুসসুন্নাহ আরাবিয়া হাফিজিয়া ও এতিমখানার মোহতামিম জুনাইদ প্রমুখ।

শ্রেষ্ঠ শিক্ষা অফিসার

ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম। ঢাকা বিভাগীয় কমিশনার ও বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান এবং বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক ও বাছাই কমিটির সদস্যসচিব মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকায় তা প্রকাশ পায়। রাজবাড়ী সদর উপজেলার বানীবহ নিজপাড়া গ্রামের কৃতী সন্তান মো. সিরাজুল ইসলাম ঢাকা বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ ও তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমন্বয় সভা

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. আশাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা আয়শা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফ আহম্মদ।

জনসভা অনুষ্ঠিত

ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি

ভারত সীমান্ত লাগোয়া বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুরে মাদক ও সামাজিক অসঙ্গতি বিরোধী পদযাত্রা ও জনসভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে কামদেবপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. আব্দুস শুকুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরল থানার ওসি (তদন্ত) মো. রবিউল ইসলাম। মো. হাসানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মাওলানা মো. মশিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মজৈন বিওপি কমান্ডার মো. শুকুর আলী। এসময় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মানিকুল ইসলাম মানিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে