শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

মিথ্যা সংবাদ প্রচার ও হামলা মামলার প্রতিবাদে মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০
মিথ্যা সংবাদ প্রচার ও হামলা মামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বাজার ব্যবসায়ীদের ও ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজার ব্যবসায়ী ও কালিয়াকৈর পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি'র যুব বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে কালবেলা পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বাজার ব্যবসায়ীদের উদ্যোগে শুক্রবার মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সফিপুর বাজার বহুমুখি সমবায় সমিতি লিমিটেড ও বাজার ব্যবসায়ীরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, 'সাইজুদ্দিন আহাম্মেদের বিরুদ্ধে দোকান দখলের বিষয়ে কালবেলা নামক একটি পত্রিকায় মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে। প্রকাশিত ওই সংবাদের বিরুদ্ধে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিগত সরকারের আমলে মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সাইজুদ্দিনের দোকান দখল করে নেয়। এ বিষয়ে কোর্টে মামলা হয়। মামলায় রায় আসে সাইজুদ্দিনের নামে। পরে তিনি তার দোকান দখল বুঝে নেন। এনিয়ে একটি মহল ঈর্ষান্বিত হয়ে তার নামে মিথ্যা সংবাদ প্রচার করে।' সফিপুর বাজারের ব্যবসায়ী আব্দুল কাদের খান, সাইফুলস্নাহ আল মামুন, শাহ আলম বেপারী, আব্দুল আউয়াল, মনির হোসেনসহ বাজারের প্রায় সহস্রাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশগ্রহন করেন।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, যমুনা টেলিভিশনের ময়মনসিংহের বু্যরো প্রধান হোসাইন শাহীদ, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেনসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন নিপীড়ন, হামলা-মামলার প্রতিবাদে শুক্রবার ময়মনসিংহের গৌরীপুরে মফলস্বল সাংবাদিক ফোরাম ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ধানমহাল কালিখলা মন্দিরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

শুরুতেই ৭১'র মহান মুক্তিযুদ্ধে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সাংবাদিক ও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আত্মত্যাগকারী সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। সাংবাদিক সমাবেশে বক্তরা বলেন, আধিপত্য বিস্তার ও অপকর্মের অবাধ চলাফেরার প্রতিবন্ধক এখন সাংবাদিক। সারাদেশে দুর্নীতিবাজ-মাদকসেবী, অপরাধী ও রাজনৈতিক প্রভাব বিস্তারকারী দুর্বৃত্তয়ানের টার্গেট হচ্ছেন সাংবাদিকরা। তাদের উপর চলছে হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন। এ প্রেক্ষাপট থেকে সাংবাদিকদের রক্ষা করতে হবে। সাংবাদিক সুরক্ষা আইনসহ বিএমএসএফ'র ১৪দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএসএফ'র গৌরীপুর শাখার সহ-সভাপতি সাংবাদিক রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রাজিব (আজকের শতাব্দী)। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাংবাদিক ওবায়দুর রহমান (ঢাকা প্রতিদিন), বিএমএসএফ'র সহসভাপতি আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), হলি সিয়াম শ্রাবণ (দ্য মর্নিং গেস্নারী), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), সদস্য শ্যামল ঘোষ (আজকের সংবাদ), মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪) প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে