ফুলবাড়ী ও গাংনীর সড়কে আরও দুইজন মৃতু্য
নাঙ্গলকোটে ডাকাতের গাড়ি চাপায় কলেজছাত্রী নিহত
প্রকাশ | ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
কুমিলস্নার নাঙ্গলকোটে ডাকাতের গাড়ি চাপায় কলেজছাত্রী নিহত হয়েছে। অন্যদিকে, দিনাজপুরের ফুলবাড়ীতে নছিমনের ধাক্কায় পিকআপ যাত্রী ও মেহেরপুরের গাংনীতে মোটর সাইকেলের ধাক্কায় সবজি ব্যবসায়ীর মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার নাঙ্গলকোটে ডাকাতের প্রাইভেট কার চাপায় নিহত হয়েছেন ফারজানা আক্তার পিংকি (১৯)নামের এক কলেজ শিক্ষার্থী। শুক্রবার উপজেলার রায়কোট উত্তর ইউপির রায়কোট গ্রামের তালতলা-আটগ্রাম সড়কের নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত পিংকি ওই ইউপির রায়কোট পূর্বপাড়া নতুন বাজার সংলগ্ন বাসিন্দা আবদুল কাদেরের মেয়ে ও বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্রী।
নিহতের বাবা কাদের বলেন, '৫-৬ জনের ডাকাতদল বাড়ির সামনে থেকে আমার গরু মাইক্রোবাসে করে নিয়ে যাচ্ছিল। আমার স্ত্রী বাধা দিলে তাকে মারধর করে। এ সময় আমার মেয়ে পিংকি বড় প্রাইভেটকারের সামনে দাঁড়ায়। তাকে ডাকাতরা চাপা দিলে ঘটনাস্থলে আমার মেয়ের মৃতু্য হয়।' নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে (ইঞ্জিন চালিত) নছিমনের ধাক্কায় আতাউর রহমান ভেকু (৬০) নামে এক পিকআপের যাত্রীর মৃতু্য হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শান্ত-কান্ত রাইস মিলের সামনে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের পূর্ব কাঁটাবাড়ী নয়াপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, সকালে আতাউর মাছের খাবার নিয়ে মিনি পিকআপে করে দিনাজপুর যাচ্ছিলেন। পথে উপজেলার শান্ত-কান্ত রাইস মিলের সামনে পৌঁছালে একটি গরু বোঝাই নছিমন পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনিসহ পিকআপে থাকা হাফিজুল ইসলাম নামের আরও একজন আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক দিনাজপুর রেফার করেন। দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে আতাউর মারা যান।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে মোটর সাইকেলের ধাক্কায় আসাদুজ্জামান (৫৫) নামের এক সবজি বিক্রেতার মৃতু্য হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আসাদুজ্জামান উপজেলার বাওট গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে।
জানা গেছে, জোড়পুকুরিয়া গ্রামের সাপ্তাহিক হাটের দিনে আসাদুজ্জামান সবজি বিক্রি করতে গিয়েছিলেন। বেচাকেনা শেষে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়ক পার হচ্ছিলেন। এসময় জোড়পুকুরিয়া গ্রামের লিটন নামের এক যুবক মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় আসাদুজ্জামানকে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।