সোনাতলায় ছাব্বির হত্যা মামলায় আ'লীগ নেতা আটক

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনে হাসিনা সরকারের পতনের দিন সোনাতলায় ছাত্র-আন্দোলনের বিজয় মিছিলে হামলা চালিয়ে স্কুলছাত্র ছাব্বিরকে গুরুতর জখম করলে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সে মৃতবরণ করে। এ হত্যা মামলার ৯নং আসামি দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহেলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে সোনাতলা থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে সোহেলকে গ্রেপ্তার করে পরদিন শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়। জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর উপজেলার সৈয়দ আহমেদ কলেজ স্টেশনে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে দুর্বৃত্তের আঘাতে নিহত হয় স্কুল ছাত্র ছাব্বির। ছাব্বির সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ভোকেশনাল শাখার ছাত্র ও গাবতলী উপজেলা তেলীহাটা গ্রামের শাহীন আলীর ছেলে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ১৬ আগস্ট রাতে বগুড়া-১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নান, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজল, সোনাতলা চেয়ারম্যান মিনহাদুজ্জান লিটনসহ ২০ জন দলীয় নেতাকর্মীদের নামে মামলা করেন।