চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী টোল রোডে এন মোহাম্মদ ট্রেডিং নামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর, চুরি ও হুমকি দেওয়ার ঘটনায় করা মামলায় কথিত বিএনপি নেতা মামুন আলী প্রকাশ কিং আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। গ্রেপ্তার কিং আলী হালিশহর থানার গলিচিপা পাড়ার হাজী আশরাফ আলীর ছেলে। তিনি নগর বিএনপির সদস্য ছিলেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার পাহাড়তলী থানায় মামলাটি করেন মোহাম্মদ ট্রেডিংয়ের ম্যানেজার আরিফ মঈনুদ্দীন। মামলায় অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়।
মামলার বাদী আরিফ মঈনুদ্দীন বলেন, 'প্রধান আসামির নেতৃত্বে আমাদের অফিসে লুটপাট চালানো হয় এবং এখনো অফিসটি তাদের দখলে আছে। এর সঠিক বিচার চাই আমরা।'
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য-সচিব নাজিমুর রহমান বলেন, 'মামুন আলী প্রকাশ কিং আলী বিএনপির নগর ও হালিশহর থানার কোনো পদে নেই। আমাদের কমিটি হওয়ার পর কোনো কর্মসূচিতেও তিনি আসেননি।' পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।