শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বশেমুরকৃবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে প্রোভিসি নিয়োগের প্রতিবাদ

গাজীপুর প্রতিনিধি
  ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০
বশেমুরকৃবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে প্রোভিসি নিয়োগের প্রতিবাদ

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) আওয়ামীপন্থি শিক্ষক নেতা প্রফেসর ড. মো. ময়নুল হককে প্রোভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ ও উপ রেজিষ্ট্রার (আইন) আব্দুলস্নাহ মৃধা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক প্রফেসর ড. সাইফুল ইসলাম, পরিচালক গবেষণা প্রফেসর ড. মসিউল ইসলাম, প্রফেসর ড. জিয়াউদ্দিন কামাল, প্রফেসর ড. ফারহানা ইসলাম, প্রফেসর ড. শরিফ রায়হান, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার শফিকুল ইসলাম খান, মো. নাজমুল আহসান, মো. রেজাউল কবির, মো. সফিউদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার তথা পুনর্গঠনে যখন শেখ হাসিনের ফ্যাসিবাদী শাসনের দোসরদের মুক্ত করা হচ্ছে, সেখানে বশেমুরকৃবিতে ফ্যাসিবাদ সমর্থকদের নতুন করে পদায়ন করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে