শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

তাহিরপুর সীমান্ত সড়কে রজনী লাইন কালভার্ট যেন মরণ ফাঁদ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০
সুনামগঞ্জের তাহিরপুরে রজনী লাইন গ্রামের সামনের সড়কে ভেঙে যাওয়া কালভার্ট -যাযাদি

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত সড়কে রজনী লাইন গ্রামের সামনে কালভার্টটি যেন মরণ ফাঁদ। যেকোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। তবুও প্রতিদিন ঝুঁকি নিয়ে এ পথে যাতায়াত করছেন হাজার হাজার মানুষ।

উপজেলার ট্যাকের ঘাট বারেকটিলা সীমান্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্র্ণ। এ সীমান্ত সড়ক ধরে পার্শ্ববর্তী উপজেলা মধ্যনগর ও নেত্রকোনা জেলা সদরের সঙ্গে যোগাযোগের পাশাপাশি উপজেলা সদরে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করে থাকেন। সেই সঙ্গে যারা টাঙ্গুয়া হাওর ঘুরতে আসেন তারা এই পথ ধরে বারেক টিলা থেকে ট্যাকেরঘাট, লাকমা কিংবা ট্যাকেরঘাট থেকে বারেক টিলা, শিমুল বাগান যাতায়াত করেন। যাতায়াত করতে গিয়ে অনেকেই এ পথের রজনী লাইন কালভার্টে দুর্ঘটনার সম্মুখীন হন। সরেজমিন রজনী লাইন এলাকায় গিয়ে দেখা যায় এ চিত্র।

স্থানীয় লোকজন জানান, প্রায়ই এই কালভার্টটিতে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সড়কে রজনী লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কালভার্টটি ঢালাই ভেঙে অনেকটা গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে কালভার্টে ব্যবহৃত রড বের হয়ে আছে। পথ চলতে গিয়ে হঠাৎ এ ধরনের ভাঙা দেখে হকচকিয়ে যাচ্ছেন যানবাহনে চলাচলকারী ও পথচারীরা। কালভার্টটি এ অবস্থায় থাকলে যেকোনো দিন ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। সেই আশঙ্কাই প্রকাশ করছেন এ পথে চলাচলকারী যাত্রী সাধারণ ও স্থানীয় লোকজন। মাটিকাটা গ্রামের কয়লা ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, এ পথ দিয়ে প্রতিদিন হাজারো মোটরসাইকেল, অটোরিকশা চলাচল করে। রজনী লাইন কালভার্টটি ঢালাই ভেঙে রড বের হয়ে গেছে। কয়েকদিন আগে এখানে একটি বাইক দুর্ঘটনা ঘটে। যেকোনো সময় গর্তে পড়ে এ পথে যাতায়াতকারী যানবাহন বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে।

বড়ছড়া কয়লা আমদানিকারক সমতির সাধারণ সম্পাদক ও বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুজ আলম বলেন, 'সীমান্তে এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্র্ণ। এ সড়কে রজনী লাইন গ্রামের সামনে কালভার্টটি অনেকদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। বিষয়টি একাধিকবার উপজেলা প্রকৌশলীকে বলেছি।'

তাহিরপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম বলেন, 'সীমান্ত সড়কটির অনেক স্থান পাহাড়ি ঢলের পানিতে ভেঙে গেছে। সেই সঙ্গে একাধিক ব্রিজ কালভার্টও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া কিছুদিন হলো আমি তাহিরপুর যোগদান করেছি। এখনো তাহিরপুরের সব কটি সড়ক সম্বন্ধে আমি অবগত নই। তবে বিষয়টি আমি দেখব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে