গোয়ালন্দে পদ্মার ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওব্যাগ

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে নদীভাঙন প্রতিরোধে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় ফেলা হচ্ছে জিওব্যাগ -যাযাদি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকার কাওয়াল জানি গ্রামে ভাঙনের শিকার বেশ কয়েকটি বাড়ি ও কৃষিজমি। ভাঙন প্রতিরোধে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় ফেলা হচ্ছে জিওব্যাগ। গত সোমবার ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র জিওব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু সাইদ মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রির পরিচালক সেলিম মুন্সি, তরুণ সমাজ সেবক জামাল মুন্সি প্রমুখ। জানা যায়, দুই সপ্তাহ আগে ভাঙন শুরু হয়। মুন্সি বাজারের কাওয়াল জানি গ্রামের মাথায় প্রায় ১০০ ফুটের ভাঙনে বেশ কয়েকটি বাড়ি ও কৃষিজমি নদীতে বিলীন হয়ে গেছে। এ সময় এলাকাবাসী এ মাসের ৯ তারিখে ভাঙন স্থানে এবং ৯ তারিখে উপজেলার সামনে মহাসড়কে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে। ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, 'কয়েকদিনের শত ব্যস্ততার মধ্যেও ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ফেলার চেষ্টা করছি।'