চার জেলায় আরও সাতজন আটক
আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে যুবদলের নেতা গ্রেপ্তার
প্রকাশ | ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদককে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এছাড়াও নওগাঁ, নড়াইলের লোহাগড়া, গাজীপুরের কালীগঞ্জ ও ময়মনসিংহের নান্দাইলে মাদককারবারি এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুলস্নাহকে (২৮) সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শহিদুলস্নাহ ওই ইউনিয়নের নারান্দী উত্তরপাড়া এলাকার আমিনের ছেলে। বৃহস্পতিবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর একটি টিম। শুক্রবার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় কিশোর গ্যাংয়ের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরমান হোসেনসহ (২২) দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী। নওগাঁ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি অপারেশন) আব্দুল আজিজ যায়যায়দিনকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সান্নিধ্য, হাসান ও আলামিন নামে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. হাবিবুর রহমান মন্ডল (৩০) ওরফে হাবু নামের একজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। মো. হাবিবুর রহমান মন্ডল (৩০) ওরফে হাবু নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষ্ণীপাশা গ্রামের মো. জুলফিকার মন্ডল ওরফে জুলুর ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লোহাগড়া থানার এসআই এফ এম হাসিবুর রহমান ও এএসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লক্ষ্ণীপাশা পরিবহণ বাস কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে কামাল হোসেন (৩৫) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। কালীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের মানিকপুর গ্রাম থেকে একাধিক মামলার আসামি ও ইয়াবাকারবারি ওই যুবককে গ্রেপ্তার করা হয়। কামাল হোসেন উপজেলার তুমিলিয়া ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল বাছির উদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আলাউদ্দিন।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী গ্রামে গত বৃহস্পতিবার রাত ১২টায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুশুলস্নী ইউনিয়নের উত্তর মুশুলস্নী সাকিনস্থ জনৈক আফতার মেম্বারের বাড়ির সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হবে। সেখান থেকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বড়চাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে জহিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের তমিজউদ্দিনের ছেলে মো. আলিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করে। দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।