শাবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি ২৩-২৪ অক্টোবর

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ২৩ ও ২৪ অক্টোবর ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার রাতে শাবি ভর্তি কমিটির প্রধান অধ্যাপক ড. রেজা সেলিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যেসব শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শাবিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনের মাধ্যমে শাবিতে মনোনীত হয়েছেন তারা আগামী ২৩ অক্টোবর (এ ইউনিট) এবং ২৪ অক্টোবর (বিওসি ইউনিট) সশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষার্থী উলিস্নখিত সময়ে উপস্থিত হতে না পারলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। ড. রেজা সেলিম বলেন, এ সময় শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির কনফার্মেশন সিস্নপ, অথবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এর মূল নম্বরপত্র নিয়ে আসতে হবে। ভর্তি ফি তেরো হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া যেসব শিক্ষার্থী কোটায় ভর্তি হয়েছেন তাদের কোটা সংশ্লিষ্ট সনদের মূল কপি নিয়ে আসতে হবে।