শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সাধারণ সভা

\হচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার টাউন ক্লাব অডিটরিয়ামে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল হায়াত শাহিনের সভাপতিত্বে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যরা এতে অংশ নেন। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজার সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। সাধারণ সভায় সদস্যরা নিজস্ব মতামত তুলে ধরেন।

সভা অনুষ্ঠিত

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীর উপজেলার সরকারি আলাওল কলেজ, বাঁশখালী ডিগ্রি কলেজ, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ, মাস্টার নজির আহমদ কলেজ ছাত্রদলের প্রতিনিধি দলের সঙ্গে দিকনির্দেশনামূলক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলার চেচুরিয়া এসকেবি কনভেনশন হলে সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায়, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ তৈয়ব ও মারুফ।

মাছের পোনা বিতরণ

ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কমপেস্নক্সের সামনে এসব পোনা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ডিপেস্নামেসি চাকমা। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সালেহউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, মৎস্য সহকারী কর্মকর্তা সোলতান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফুটবল টুর্নামেন্ট

ম নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ছালেহ আহমেদ স্কুল মাঠে ফাইনাল খেলায় যৌথ খামারপাড়া একাদশকে ০-১ গোলে হারিয়ে মংথোয়াই একাদশ ধুংড়ী হেডম্যান চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক, উপজেলা বিএনপির সিনিয়র নেতা উফছা মারমা।

সমন্বয় সভা

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৯ হাজার ৬শ' কিশোরীকে বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা প্রদান করা হবে। আগামী ২৪ অক্টোবর থেকে টিকা দেওয়া শুরু হবে। চলবে পরবর্তী ১০ দিন। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রামজ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জব্বার, আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহমান সোহান, ফোকাল পার্সন ডা. আলমগীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম।

আলোচনা সভা

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার এলজিডি নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কালীগঞ্জ পৌরসভার আয়োজনে বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্যর্ যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিডি) বেলাল হোসেন সরকার, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকতা জহির উদ্দিন, পৌর প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান, হিসাবরক্ষক দুলাল মোড়ল।

দোয়া অনুষ্ঠিত

ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের ডেঙ্গু রোগ থেকে সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর ভাঙ্গুড়া উপজেলা, পৌর বিএনপি ও এর সব অঙ্গসহযোগী সংগঠনের যৌথ আয়োজনে শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে (বটতলায়) দোয়া পরিচালনা করেন সরকারী হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজ মসজিদের পেস ইমাম আলহাজ হাফেফ মাওলানা মো. আশরাফ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর মুজাহিদ স্বপন, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম কাউন্সিলর, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজসহ অনেকে।

অনুদান প্রদান

ম সিলেট অফিস

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর ত্রাণ ও পুনর্বাসন তহবিলে ২ কোটি ৫০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন সিলেট-৩ আসনের সাবেক এমপি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ শফি আহমদ চৌধুরী। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এই অনুদানের ৩টি চেক গ্রহণ করেন। তার হাতে শফি আহমদ চৌধুরীর পক্ষে চেক তুলে দেন পুত্র পূবালী ব্যাংকের পরিচালক আরিফ এ চৌধুরী এবং পুত্রবধূ বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার চৌধুরী।

অবহিতকরণ সভা

ম আমতলী (বরগুনা) প্রতিনিধি

বেসরকারি সংস্থা এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নেও হংকং সরকার বিশেষ প্রশাসনিক অঞ্চলের অর্থায়নে ঘূর্ণিঝড় রেমেলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জন্য জরুরি সহায়তা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। এনএসএস-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস, কৃষি কর্মকর্তা মো. ইসা, যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, শিক্ষা অফিসার সফিউল আলম।

সমন্বয় সভা

ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিশ্বম্ভরপুরে এইচপিভি জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধ বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার আব্দুলস্নাহেল মারুফ ফারুকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাক্তার আব্দুলস্নাহেল মারুফ ফারুকী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আর এম ও ডাক্তার সুমন চন্দ্র বর্মণ, ইউনিসেফ প্রতিনিধি ডাক্তার তানভীরুল ইসলাম, এসএম ও ডাক্তার রিফাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক প্রমুখ।

বীজ রোপণ

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

দুর্যোগ মোকাবিলায় ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে রংপুর পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় ৬০ হাজার তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রেসরকারি সংস্থা নিপো'র বাস্তবায়নে বুধবার ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক খোরশেদ আলম। পরে এক আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইক্ষু গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জাহিদ হাসান সবুজ, নিপো'র পরিচালক আহমদ উলস্না, নারিচাগাড়ী হাম্মাদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল নুর প্রমুখ।

প্রেস ব্রিফিং

ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহিভর্ভূত কিশোরীদের জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ হাজার জনকে এইচপিভি টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন মূল ধারণাপত্র উপস্থাপন করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, নলছিটি থানার (ওসি) মো. আব্দুস সালাম, সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার প্রমুখ।

শিক্ষা অর্জন

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সদ্যপ্রকাশিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন বাজিতপুর এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৪৯ জন। এর মধ্যে বাজিতপুর ভাগলপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ জিপিএ ৫ পেয়েছে ৪৪ জন। কিশোরগঞ্জ জেলার মধ্যে এই স্বনামধন্য বিদ্যাপীঠটি তৃতীয় স্থানে রয়েছে। তাদের পাসের হার ৯৯%। এছাড়া বাজিতপুর সরকারি কলেজ জিপিএ ৫ পেয়েছে তিনটি এবং তাদের পাসের হার ৬৬%। রাজ্জাকুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ জিপিএ ৫ পেয়েছে এক জন এবং তাদের পাসের হার ৫৯%।

চেক বিতরণ

ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলায় জাতীয় মহিলা সংস্থা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ২১ জন বেকার, দুস্থ ও অসহায় মহিলার মধ্যে ৯ লাখ ১৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠানে ঋণের চেক তুলে দেন প্রধান অতিথি নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জনপাল, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিলস্নুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল-মামুন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী।

খেলা অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, নড়াইল

জেলা ক্রীড়া অফিস নড়াইলের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫-এর আওতায় নড়াইল সদর উপজেলায় নারী কাবাডি ও দাবা খেলা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহকারী সম্পাদক হেমায়েতুল হক হিমু, জেলা নারী কাবাডি কোচ সৈয়দ তরিকুল ইসলাম শান্তু, সহকারী কোচ এনামুল হক।

আর্থিক সহায়তা

ম স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রথিনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে গোপালগঞ্জ জেলা সমাজসেবা অফিস। বৃহস্পতিবার সকালে সমাজসেবা অধিদপ্তরের জেলা অফিসে রথিনের ভাই বিপস্নব বিশ্বাস ও ভাবী মাধবী বাড়ৈর হাতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ৭ হাজার টাকার চেক তুলে দেন সমাজসেবা উপ-পরিচালক মো. হারুণ অর রশীদ। এ সময় ছিলেন জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মো. জুলফিকার আলী, সহকারী পরিচালক মিজানুর রহমান, গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিনসহ আরও অনেকে।

আলোচনা সভা

ম বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে উপজেলার আট ইউ চেয়ারম্যানসহ সদস্যদের পদ বহাল রাখার জন্য মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বদলগাছী পরিষদের উত্তর পাশে মুক্তিযোদ্ধা সহিত মিনারের সামনে সভায় সভাপতিত্ব করেন বদলগাছী ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন বদলগাছী ইউপি সদস্য আনিছুর রহমান, ৫নং কোলা ইউপি সদস্য হারুনুর রশিদ, চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, বালুভরা ইউপি চেয়ারম্যান এমরান হোসেন এবং আরও অনেকে। এ বিষয়ে তারা বলেন, ইউএনও মাহবুব হাসান বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

ভিজিডির চাল বিতরণ

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা ২নং দিলালপুর ইউনিয়ন পরিষদের ১১০ জন ভিজিডি কার্ডধারী প্রতিজনকে ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে। বুধবার চাল বিতরণ করেন অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সজল মিয়া, ও ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. মতিউর রহমান। তারা বলেন, বর্তমান সরকার হতদরিদ্র ও দুস্থ মহিলাদের মধ্যে এ চাল বিতরণ করে যাবেন।

শুভেচ্ছা বিনিময়

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদী মেহেরপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন (ভিপি মনির)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলফাজ উদ্দিন, ব্যবসায়ী মো. মোস্তফা মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুজন ভুইয়া, সহ-সভাপতি কাউছার মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মনির খান।

কমিটি গঠন

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫৪নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক নুরুল ইসলাম ফরহাদ ও যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেনের যৌথ স্বাক্ষরে ১৬ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে পারভেজ খানকে সভাপতি ও মো. পুসন পারভেজকে সম্পাদক করা হয়েছে। এতে সহ-সভাপতি পদে হাসিবুর রহমান, শওকত খান, মেরাজুল ইসলাম ও সহ-সম্পাদক পদে রয়েছেন পাভেল ইসলাম, সাফিন ও ফরহাদ হোসেনসহ অন্যরা।

দুর্ধর্ষ ডাকাতি

ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আক্তারুজ্জামান মিঠুর ইটভাটা সংলগ্ন গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ব্যাকাপুল মিঠুর ইটভাটা সংলগ্ন গরুর খামারে কর্মরত শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল ৭টি বড় গরু লুট করে ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাকাত দলের কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি ভেড়ামারা থানা পুলিশ। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে