শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

তারেক রহমানের মামলা প্রত্যাহার না করলে আন্দোলন গড়ে তোলা হবে

চাঁদপুর প্রতিনিধি
  ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০
তারেক রহমানের মামলা প্রত্যাহার না করলে আন্দোলন গড়ে তোলা হবে

'এই সরকারকে কিছুদিন সময় দিতে হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকার তারেক রহমানের মিথ্যা মামলাগুলো এখনো সরকার প্রত্যাহার করেনি। যদি অচিরেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার না করে, সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে'- বলে জানিয়েছেন জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার লক্ষ্ণীপুর মডেল ইউনিয়নে দুলাল খান স্কয়ার মাদ্রাসা মাঠে ডেঙ্গু সচেতনতা-বিষয়ক আলোচনা সভা ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, 'তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো মিথ্যা প্রমাণ করে জনগণের মধ্যে ফিরিয়ে আনা হবে। এখন আমাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া।'

এ সময় উপস্থিত ছিলেন- জেলা তাঁতী দলের আহ্বায়ক আলী আহমেদ সরকার, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান লিটন, শফিকুর রহমান পাটোয়ারী, আরিফ ইকবাল লিটু তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূইয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে