বেনাপোল ইমিগ্রেশনে ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় নারায়ণগঞ্জের ফতুলস্নার কিশোর আদিল হত্যা মামলার আসামি রুস্তমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রুস্তম খন্দকার ফতুলস্না থানার লালপুর গ্রামের তারা মিয়ার ছেলে ও ফতুলস্না ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
ফতুলস্নায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা ও তার চাচাত ভাই আপন আহতের ঘটনায় শেখ হাসিনা, শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১৮২ জনের নাম উলেস্নখ করে ও অজ্ঞাতনামায় ৩০০ জনকে আসামি করে একটি মামলা হয়েছিল। বৃহস্পতিবার রাতে নিহত কিশোর আদিলের চাচা ও আহত আপনের বাবা নুরুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন।
মামলার এজাহারে জানা যায়, গত ১৯ জুলাই চাষাড়া গোলচত্বরে ছাত্র আন্দোলনে আদিল এবং আপন যোগদান করে। এ সময় আসামিরা গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটায়। এলোপাতাড়ি গুলিতে আপন ও আদিল গুলিবিদ্ধ হয়।
বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ ওমর ফারুক মজুমদার বলেন, আসামিকে আটকের পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।