বাঁশখালীতে বাঁশের কঞ্চি নিয়ে খেলতে গিয়ে স্কুলশিক্ষার্থীর মৃতু্য

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জে আরও দুই মৃতু্য

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালীতে বাঁশের কঞ্চি নিয়ে খেলতে গিয়ে স্কুলশিক্ষার্থীর মৃতু্য হয়েছে। এদিকে, হবিগঞ্জে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার ও শায়েস্তাগঞ্জে ট্রেন থেকে নামতে গিয়ে এক ব্যক্তির মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে বাঁশের কঞ্চি নিয়ে খেলতে গিয়ে সাঈদুল কবির (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার সরল ইউপির ৯নং ওয়ার্ড এলাকার আজিজুর রহমানের ছেলে। নিহত সাঈদুল পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, বিকালে সহপাঠীদের সঙ্গে বাঁশের কঞ্চির তীর বানিয়ে খেলার সময় একটি তীর এসে সাঈদুলের বুকে ঢুকে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর চমেকে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে নিখোঁজের একদিন পর হোসাইনুর রহমান নাহিদ (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের তিনকোনা পুকুরপাড় সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাহিদ হবিগঞ্জ পৌরসভার নিউ মুসলিম কোয়ার্টার এলাকার মিছবাহউর রহমান ফরহাদের ছেলে ও হবিগঞ্জ শহরের একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। জানা যায়, বুধবার বিকালে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে যায় নাহিদ। দীর্ঘক্ষণ তার খোঁজ না পেয়ে রাতে বিষয়টি থানায় জানান তার চাচা মখলিছুর রহমান। বৃহস্পতিবার সকালে পুকুরটিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে মাহমুদ মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মৃতু্য হয়েছে। গত বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত মাহমুদ মিয়া বানিয়াচং উপজেলার চানপাড়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে। জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ট্রেন বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ জংশন ছেড়ে যাচ্ছিল। এ সময় মাহমুদ নামতে গেলে তার একটি পা ট্রেনের চাকার নিচে পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।