'দেশের প্রতিটি মানুষ সমানভাবে স্বাধীনতা ভোগ করবে'

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী ও ডোমার প্রতিনিধি
নীলফামারী-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বলেছেন, 'দেশের প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে, সবাই সমানভাবে স্বাধীনতা ভোগ করবে। ১৯৭১সালে দেশ স্বাধীনের সময় কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিষ্টান- এমন প্রস্তাব ছিল না। এই ২৪ এর বিপস্নবেও কে হিন্দু কে মুসলমান এমন ভেদাভেদ ছিল না। তাই তথাকথিত সংখ্যালঘু কিংবা সংখ্যা গুরু এই চিন্তার কোনো অবকাশ নেই। দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ও সমানভাবে স্বাধীনতা ভোগ করবে। আমরা বিশ্বাস করি, দল মত ধর্ম যার যার রাষ্ট্র সবার।' গত বুধবার সন্ধ্যায় নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বাটার মোড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে উলেস্নখিত কথাগুলো বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 'বাঙালি কি অবাঙালি, বিশ্বাসী কি অবিশ্বাসী কিংবা সংস্কারবাদী নাগরিকদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি। এই বাংলাদেশ আপনার, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ আমাদের সবার। বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের শত নির্যাতন সত্যেও বিএনপির নেতাকর্মীরা নীতি আদর্শ থেকে এক বিন্দু সরে যাননি। এত নিপীড়নের মধ্যেও আন্দোলন চালিয়ে গেছেন। এ জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ।' তিনি বলেন, 'আলস্নাহ যদি তৌফিক দেন, তাহলে পিছিয়ে পড়া ডোমার ডিমলার বিশেষ করে মহিলাদের শিক্ষিত করে গড়ে তোলা। গরিব মানুষ যাতে বিনা খরচে ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করতে পারে, এর ব্যবস্থা করা হবে। নীলফামারী জেলায় ব্যাপক উন্নয়ন, কর্মসংস্থানসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাব।' উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু, ডোমার পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখারুল আহমেদ তিতুমীর প্রমুখ।