চট্টগ্রামে চালককে হত্যা করে অটোরিকশা ছিনাতই মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, বাগেরহাট, নওগাঁর নিয়ামতপুর, দিনাজপুরের বিরল ও হাকিমপুরে মাদককারবারি, আলস্নাহকে কটূক্তিকরা, গণ-ধর্ষণের অভিযোগ, মানব পাচারকারিসহ ১৯ জনকে আটক করেছের্ যাব, বিজিবি ও পুলিশ। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
চট্টগ্রাম বু্যরো জানান, চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক অঞ্জন ধরকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাপাছড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ভিমশারা গ্রামের মুজিবুর রহমানের ছেলে রাজু আহম্মেদ রাজন (৩১), চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. আরিফ (২৮), বাঁশখালী উপজেলার চাপাছড়ি গ্রামের নুরুচ্ছফার ছেলে মোহাম্মদ রাসেল (৩০) এবং একই এলাকার মৃত মীর আহম্মদের ছেলে রবি আলম (৩৯)।
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় গ্রেপ্তারি পরোয়ানার আসামিসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর ও জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- ভাদুঘর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. অলিউলস্নাহ (৬৬) এবং রূপসদী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. কামাল মিয়া- (৫৯)।
অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোস্তাফিজুর রহমান প্রকাশ বিদু্যৎ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সৈয়দাবাদ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তাফিজুর রহমান কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের হায়দার প্রকাশ আসাদ চৌধুরীর ছেলে।
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে তাকে কাদিপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলায় একজন মাদ্রাসা ছাত্রীকে (১৩) গণ-ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ছাত্রীর মা বাদী হয়ে তিনজনের নাম উলেস্নখ করে বুধবার এই মামলাটি দায়ের করেন। এদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হলো উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে মো. সাহিদ গাজী-(৩৫), পার্শ্ববর্তী চরপাড়া এলাকার আফজাল ফকিরের ছেলে মো. রিয়াজ ফকির-(২০) ও একই এলাকার মৃত আকতার শেখের ছেলে জবেদ শেখ (৪৫)।
বিরল (দিনাজপুর) প্রতিনিধি জানান, বিরলে আবারও আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় একজন মানব পাচারকারি এবং ছয়জন সাধারণ বাংলাদেশি নাগরিক আটক করেছে হয়েছে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। বৃহস্পতিবার দিনাজপুর জেলার বিরল উপজেলার ছয় নম্বর ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শংকপনী নামক স্থানে কিশোরীগঞ্জ বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৩০ মেইন পিলারের নিকটবর্তী হতে অবৈধভাবে ভারতে পারাপারের সময় বিজিবি টহলদল সাতজনকে আটক করতে সক্ষম হয়। আটক সাতজন বাংলাদেশি নাগরিকের মধ্যে একজন মানব পাচারকারি। আটকরা হলো- ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা গ্রামের মানব পাচারকারি আব্দুল আজিজের ছেলে মোশারফ (৩০), বাংলাদেশি সাধারণ নাগরিকদের মধ্যে একই ইউনিয়নের বুড়িরহাট গ্রামের রবীন্দ্রনাথ সেনের ছেলে পলাশ চন্দ্র সেন (৩৩), বীরেশ দেব শর্মার মেয়ে প্রিয়াঙ্কা রাণী-(২৫), পলাশ চন্দ্র সেনের ছেলে ধুবো চন্দ্র সেন (৭), ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের জয়দেব মহন্তর স্ত্রী শম্পা রাণী (২২), মেয়ে জবা রাণী (৬) ও ঋতু রাণী (৩)।
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুরে ৭২৯ পিস অ্যাম্পল ও ৫০ গ্রাম হেরোইনসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন মহিলা রয়েছে।র্ যাব ও পুলিশ চুরিপট্টি মহলস্নায় এক অভিযান চালিয়ে ৭২৯ পিস ভারতীয় নিষিদ্ধ অ্যাম্পলসহ রাব্বি (২৭) নামক এক মাদক চোরাকারবারিকে আটক করেছে। তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অপরদিকে হাকিমপুর থানার ওসি সুমন মিয়ার নেতৃত্বে একই এলাকার সোহাগের বাড়ির ভাড়াটিয়া ফাতেমা (৫৫) নামক এক মহিলা মাদক চোরাকারবারিকে ৫০ গ্রাম (৫০ পুরিয়া) হেরোইনসহ আটক করে এবং একই মহলস্নার গণেশ প্রসাদ সাহার রাইস মিলের গেটের সামনে ওপর এক অভিযান চালিয়ে সুমন মিয়া (২৬) নামক এক মাদক চোরাকারবারিকে ২০ পিস অ্যাম্পলসহ আটক করে।
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, 'আলস্নাহ একটা পাগল' এমন একটি ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে জুয়েল রানা-(২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে উপজেলার ভাবিচা ইউনিয়নের ধর্মপুর গ্রামে। জুয়েল রানা ধর্মপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে 'আলস্নাহ একটা পাগল' এমন পোস্ট ফেসবুকে পোস্ট করলে এলাকার মুসলিম সম্প্রদায়ের সব মানুষ জুয়েলের বাড়ি ঘেরাও করে। এ সময় থানা পুলিশ সংবাদ পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আলস্নাহকে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় একটি মামলা হয়েছে।