শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ইলিশ সংরক্ষণ ও খাদ্যে ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জেল-জরিমানা প্রদান জাল-পলিথিন জব্দ
স্বদেশ ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০
ইলিশ সংরক্ষণ ও খাদ্যে ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ইলিশ সংরক্ষণ ও নিত্যপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ২৬ জেলে আটক, নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই জেলের সাজা, গাজীপুরের কালীগঞ্জে গ্রেপ্তার ও জরিমানা, ভোলার লালমোহনে ৯ জেলের অর্থদন্ড, সাড়ে ৯ হাজার মিটার জাল জব্দ এবং টাঙ্গাইলের ঘাটাইলে নিষিদ্ধ পলিথিন জব্দ ও লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ৫০ কেজি ইলিশ, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

জানা যায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় ২৬ জেলেকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জেলেকে ১ মাস করে কারাদন্ড এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকি ৯ জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত। তিনি বলেন, আটক জেলেদের কারাদন্ড দেওয়ার পাশাপাশি জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, গত ১৩ নভেম্বর থেকে ২২ দিন পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু তারপরেও থেমে নেই নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহত্তর মেঘনা নদীতে জেলেদের ইলিশ শিকার। বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর দয়াকান্দা এলাকায় নিষিদ্ধ ইলিশ শিকার করতে গিয়ে ৫ জেলেকে আটক করেছে প্রশাসন। তাদের মধ্যে তিনজনের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়। তাছাড়া বাকি দুইজনকে দুইদিন করে সাজা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে মোবাইল কোর্ট।

সহকারী কমিশনার (ভূমি) আড়াইহাজার শাহনাজ পারভীন বীথি জানান, সাজাপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের মো. হানিফ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের মোহাম্মদ জুয়েল। এ সময় জেলেদের কাছ থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। তাছাড়া ২ কেজি ইলিশ জব্দ করে লিলস্নাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে হরে রাম (৪০) নামে কালীগঞ্জ বাজারের এক মৎস্য ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও ওই মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে ১৬ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। বৃহস্পতিবার ওই মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অর্থদন্ডপ্রাপ্ত হরে রাম কালীগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী। তার বাড়ী কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড চান্দাইয়া গ্রামে।

মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা বলেন, দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি। অভিযানে জেলি যুক্ত গলদা ও বাগদা চিংড়ি বিক্রির দায়ে এক মৎস্য ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ জেলি যুক্ত চিংড়ি জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

লালমোহন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার তেঁতুলিয়া নদীতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪১ হাজার টাকা অর্থদন্ড দেন ইউএনও তৌহিদুল ইসলাম।

এছাড়াও জব্দ করা হয় ৯ হাজার পাঁচশ' মিটার জাল, বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছ এবং দুটি মাছ ধরা ট্রলার। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এতিমখানায় বিতরণ করা হয় জব্দ মাছ। ট্রলার দুটি পরবর্তীতে নিলামের জন্য উপজেলা মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযানে উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) কায়সারুল হক, এসআই মোস্তফা মনিরুলসহ পুলিশ সদস্য এবং মৎস্য অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুত করে বিক্রির অপরাধে প্রায় ১০ টন পলিথিন জব্দ এবং দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকালে ঘাটাইল উপজেলার দিগলকান্দি ইউনিয়নের হামিদপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি দোকান সিলগালা ও এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস।

সাংবাদিকদের সংবাদের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুত করে বিক্রির অপরাধে টাঙ্গাইলের ঘাটাইলের হামিদপুর বাজারে অভিযান চালিয়ে আশিষ স্টোরের মালিক বেনী মাধব পাল (৫৫) এবং সুজিত স্টোরের মালিক মাদাই সাহা (৪৫) কে আটক করা হয়। এ সময় তাদের গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত বেনী মাধবকে ৫০ হাজার এবং মাদাই সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে