বাংলাদেশের জলসীমায় ঢুকে মা ইলিশ শিকারের অভিযোগে ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলারসহ ৩১ জেলেকে আটক করেছে নৌ-বাহিনী। বুধবার বেলা ১১টায় পায়রা বন্দরের জেটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌ-বাহিনী বিষয়টি নিশ্চিত করে। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষাসহ ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন নিশ্চিতে মাছ ধরায় ২২ দিনের চলমান নিষেধাজ্ঞার মধ্যে সোমবার ট্রলার দুটি আটক করা হয়।
পায়রা বন্দরের জেটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বানৌজা শহীদ আখতার উদ্দিনের কমান্ডিং অফিসার লে. মো. মোসিউল ইসলাম বলেন, 'গত ১৪ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস শহীদ আখতার উদ্দিন নিয়মিত প্যাট্রোলিং চলাকালে জাহাজটির রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি লক্ষ করা যায়। ট্রলার দুটির তথ্যাদি বিশ্লেষণ করে বিদেশি পতাকাবাহী ট্রলার হিসেবে শনাক্ত করা হয়।'
তিনি বলেন, 'এ সময় ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌ-বাহিনী তাদের ধাওয়া করে ফিশিং ট্রলার দুটিকে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরেই আটক করতে সক্ষম হয়। আটককৃত ট্রলার দুটি ভারতীয় পতাকাবাহী ফিশিং ট্রলার। ট্রলার দুটিতে মোট ৩১ জন সদস্য ছিল। তাদের সবাই ভারতীয় নাগরিক। পরবর্তী সময়ে আটককৃত ফিশিং ট্রলার দুটি পটুয়াখালীতে নিয়ে আসা হয় এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ফিশিং ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।'
তবে সংবাদ সম্মেলনে আটক জেলেদের নাম-ঠিকানা উলেস্নখ করা হয়নি।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, 'মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। নিষেধাজ্ঞাকালীন বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ভারতীয় দুটি ট্রলারসহ ৩১ জেলেকে আটক করেছে নৌ-বাহিনী। এখন নৌ-বাহিনীর পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়নি।