সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
প্রতিনিধি
মতবিনিময় সভা
ম বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে বেসরকারি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস রুমে সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক হাফিজার রহমান, সৌরভ কিন্ডারগার্টেন এর পরিচালক বেলাল হোসেন, অ্যাডভাস কিন্ডারগার্টেন এর পরিচালক তসলিমা পারভীন, জেরিন কিন্ডারগার্টেন এর পরিচালক ফরাদ হোসেন, বর্ণমালা কিন্ডারগার্টেন এর পরিচালক আব্দুল মতিনসহ বদলগাছী উপজেলার বেসরকারি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের সব পরিচালক।
আলোচনা সভা
ম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবসের্ যালি ও আলোচনা সভা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায়র্ যালি শেষে উপজেলা চত্বরে হাত ধোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অতিথি নুজহাত তাসনীম আওন। উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জনস্থাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সোহান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক হাফিজ উদ্দীন সরকার, শাহ আলম বিশ্বাস ও নয়ন ইসলাম প্রমুখ।
খাদ্য দিবস পালিত
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের যৌথ আয়োজনে সারা বিশ্বের ন্যায় রাঙামাটির রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা হল রুমে আলোচনা সভায় কারিতাস পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। কারিতাস মাঠসহায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের, সাংবাদিক আজগর আলী খান, পলিস্ন সঞ্চয় কর্মকর্তা রতন দেব, উপজেলা ওসি এলএসডি অশোক ভৌমিক।
আর্থিক সহায়তা
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বন্যায় দুর্গত পাহাড়ি ও বাঙালিদের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন। বুধবার সকালে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে উপকারভোগীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো. খাইরুল আমিন। এ সময় তার সঙ্গে ছিলেন বাঘাইহাট সেনা জোনের উপঅধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, ৩৬নং সাজেক ইউনিয়ন চেয়ারম্যান অতুলাল চাকমা, ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, সাজেক থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে মেনকেয়ার অ্যাম্বাসেডর/ মেনকেয়ার দ্রম্নতদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইসলামপুর মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রম্নভড নিউট্রিশন জেসমিন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের বক্তব্য রাখেন উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা কোঅডিনেটর বিজন কুমার দেব, জেন্ডার ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার রেজাউল করিম চঞ্চল, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আওয়াল স্বপনসহ আরও অনেকে।
হাত ধোয়া দিবস
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
'স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ'- এ প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়র্ যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।র্ যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) মো. শহিদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশ্রাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লতিফুল রহমান, পিডিবিএফ এর ব্যবস্থাপক রবীন্দ্র চন্দ্র সরকার।
পরিচিতি সভা
ম তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে নতুন যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে 'পায়রা' হল রুমে এসিল্যান্ড অমিত দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কালাম খান, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, বিএনপির সাবেক আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা মান্নান, তালতলী প্রেসক্লাবে সভাপতি মো. খাইরুল ইসলাম, সম্পাদক আবু বকর ছিদ্দিক, সাংবাদিক ফোরামের সভাপতি নসির উদ্দিন, সম্পাদক হাইরাজ মাঝি।
সমন্বয় সভা
ম পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকা ক্যাম্পেইন উপলক্ষে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকারনাইন কবির স্টিভ, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার।
সম্মেলন অনুষ্ঠিত
ম বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলার সব স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সম্মেলন। বুধবার বামনা উপজেলা পরিষদ হল রুমে সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা নৌ-বাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট জাকির হোসেন, বামনা থানা এস আই তদন্ত মোহাম্মদ সেলিমসহ রেড ক্রিসেন্ট বিডি ক্লিন আলোকিত সমাজ এসএটিএফসহ অন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা
সভা অনুষ্ঠিত
ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় জাতীয় ইঁদুর দমন অভিযান উদযাপন উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্বরের্ যালি প্রদক্ষিণ শেষে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওয়ালিদ হোসেন প্রমুখ।
কর্মী সম্মেলন
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পাকাটি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বারবাড়িয়া ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আকলিমা আক্তারের সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমি। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান ফখরুল। এ সময় ছিলেন উপজেলা মহিলা দলের সহসভাপতি জোৎস্না বেগম, সাধারণ সম্পাদক তানজিলা আক্তার শারমিন।
আনন্দ মিছিল
ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাটে শিকদার জামাল উদ্দিন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পাওয়ায় আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। মিছিলটি বুধবার দুপুরে মোলস্নাহাট ব্রিজ থেকে শুরু হয়ে বাজার ঘুরে কে আর কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম মিয়া, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, রিয়াজুল ইসলাম, শেখ রুহুল আমিন, সদস্য শেখ ইকবাল হোসেন, সাবেক যুবদল সভাপতি ইকরামুল হক সাবু।
ইঁদুর নিধন অভিযান
ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার সকালে কৃষি অফিস প্রাঙ্গণে এ অভিযানের শুভ উদ্বোধন করেন (ইউএনও) রকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সফিকুল ইসলাম শিল্পী।
কর্মিসভা অনুষ্ঠিত
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা শ্রমিক দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শ্রমিক দলের আয়োজনে নিয়ামতপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরী (বাদশা), উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আয়নুল হক, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম (ভিপি)।
ত্রৈমাসিক সভা
ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট- ৩ সুনীল অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে গৃহীত সরকারি প্রকল্পের আওতায় উপজেলা মৎস্যসহ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মলিস্নক। এসডিএফ অফিসার মো. নাসিম আহম্মেদ আনসারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন বানু, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির।
সাদা ছড়ি বিতরণ
ম দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা পাহাড়পুর, দিনাজপুরের উদ্যোগে বিশ্ব সাদা ছড়ি দিবসকে সামনে রেখে অসহায়, অস্বচ্ছল ও দৃষ্টিপ্রতিবন্ধী মানুষদের মধ্যে সংস্থার নিজস্ব তহবিল থেকে বিনামূল্যে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। সাদা ছড়ি বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম। সমাজসেবা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক জেলা অফিসার মো. মেহেদী হাসান, সহকারী পরিচালক মো. মুনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান আসাদ।
আর্থিক অনুদান প্রদান
ম বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতুলী ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মধ্যে বুধবার আর্থিক অনুদান প্রদান করেছেন বাঘাইহাট সেনা জোন কমান্ডার লে. কর্নেল মো. খাইরুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন টুআইসি মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, সাজেক থানা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন ও বাঘাইহাট কাঠ মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন।
\হ
আলোচনা সভা
ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'বন্ধুত্ব করি দেশ গড়ি'- এই স্স্নোগানে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিনের উপজেলা ফ্রেন্ডস ফোরামের আয়োজনে বুধবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কবি মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাখেন দৈনিক যায়যায়দিনের নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ওমর ফারুক, ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, যুগ্ম সদস্যসচিব লতিফুর রহমান লিংকন, সদস্য মাইদুল ইসলাম, খোরশেদ আলম নয়নসহ অনেকে।
কমিটি গঠন
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫৪নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক নুরুল ইসলাম ফরহাদ ও যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেনের যৌথ স্বাক্ষরে ১৬ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে পারভেজ খানকে সভাপতি ও মো. পুসন পারভেজকে সম্পাদক করা হয়েছে। এতে সহ-সভাপতি পদে হাসিবুর রহমান, শওকত খান, মেরাজুল ইসলাম ও সহ-সম্পাদক পদে রয়েছেন পাভেল ইসলাম, সাফিন ও ফরহাদ হোসেনসহ অন্যরা।
চিকিৎসাসেবা
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম ও বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। বুধবার সমাজসেবক শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের আয়োজনে বাট্টাজোর ইউনিয়নের নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদ। সাবেক ইউপি সদস্য আবদুর রহিম সরকারের সঞ্চালনায় ও চক্ষুসেবা কার্যক্রমের উদ্যোক্তা শাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চক্ষু ক্যাম্পের মেডিকেল অফিসার ডা. জামির হোসেন, ডা. রকিবুল ইসলাম, ইউপি সদস্য জিয়াউল হক প্রমুখ।
ফুটবল টুর্নামেন্ট
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় চারুলতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের আইওরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলায় ট্রাইবেকারের মাধ্যমে মোহাম্মদ সালাহ ফুটবল একাদশ চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে সভাপতিত্ব করেন ভারশোঁ ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন (চারু)। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি'র অন্যতম সদস্য এমএ মতিন। প্রধান বক্তা ছিলেন মান্দা উপজেলা বিএনপি'র আহ্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)।
নতুন কমিটি
ম রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় বাজারের শাহীন মেডিকেলের স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিনকে সভাপতি এবং রহমানিয়া ক্লথ স্টোরের মালিক মো. ইলিয়াস হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট বাজার পরিচালনার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে রামগড় বাজার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্বতঃস্ফূর্ত আলাপ-আলোচনা শেষে ব্যবসায়ীদের প্রস্তাবনা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়া। অনুষ্ঠানে রামগড় বাজারের ভূঁইয়া ট্রাভেলসের মালিক মো. শেফায়েত উল্যাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন।