গাবতলীতে দুই মাস পর স্কুল ছাত্রের লাশ উত্তোলন
প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
ছাত্র-জনতার গণঅভু্যত্থানে নিহত নবম শ্রেণির স্কুলছাত্র সাব্বির হাসানের (১৪) দাফনকৃত লাশ বুধবার বগুড়া গাবতলীর তেলিহাটা মধ্যপাড়া গ্রাম থেকে প্রায় ২ মাস ১০ দিন পর উত্তোলন করা হয়েছে।
জানা গেছে, গাবতলীর সোনারায় ইউনিয়নের তেলিহাটা মধ্যপাড়া গ্রামের সাহিন আলমের ছেলে সাব্বির সুখানপুকুর হাইস্কুলের কারিগড়ি শাখার ৯ম শ্রেণিতে লেখাপড়া করত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সোনাতলা থানাধীন শিহিপুর গ্রামের পাকা রাস্তার উপর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে নিহত হয়। নিহতের ১২ ঘণ্টা পর সাব্বির হাসানের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার পারিবারিক কবরস্থান তেলিহাটা গ্রামে দাফন করা হয়। এরপর নিহতের বাবা বাদী হয়ে ১৫ আগস্ট সোনাতলা থানায় হত্যা মামলা করেন।
এরই প্রেক্ষিতে মামলার তদন্তকারী অফিসার এসআই আক্কাছ আলীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে মামলার তদন্তের স্বার্থে বুধবার লাশ কবরস্থান থেকে ম্যাজিস্ট্রেট আবু শাহামের উপস্থিতিতে উত্তোলন করা হয়।