শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কাশিয়ানীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৫

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
কাশিয়ানীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মারধর-হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে পাঁচজন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। একজনের হাত ও পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার বাইরপাড়া গ্রামে। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটানা স্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, উপজেলার সাজাইল ইউনিয়নের বাইরপাড়া গ্রামের ছানোয়ার শেখের ছয় বছর বয়সী শিশুপুত্র হামীম শেখ এবং প্রতিবেশী ব্যাবসায়ী সুমন দাইয়ের ছয় বছর বয়সী শিশুপুত্র তাকরিম চাপ্তা মাদ্রাসায় লেখাপড়া করে। তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। ছানোয়ার বিষয়টি সুমনকে বলতে গেলে বাঁধে বিপত্তি। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও ঝগড়ায় রূপান্তরিত হয়।

পরে সুমন তার দলীয় লোকজন নিয়ে বুধবার সকালে ছানোয়ার শেখের ভাই আব্দুল হক এবং খোকন শেখের বাড়ি হামলা চালায়।

কাশিযানী থানার ওসি শফিউদ্দিন খান জানান, 'সংবাদ পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিকভাবে পুলিশ পাঠাই। থানায় অভিযোগ আসলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে