বেরোবিতে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৭
প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
রংপুর ও বেরোবি প্রতিনিধি
রংপুরে ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করাকে কেন্দ্র করে বহিরাগতদের হাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হয়েছে ৭ জন। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে এই ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রংপুর-ঢাকা ও কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ এক বহিরাগতকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকায় রাত ৮টার দিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী আব্দুলস্নাহ মামুন তার সহপাঠীসহ চায়ের দোকানে চা পান করছিলেন। সে সময় ওই এলাকার এক বখাটে এসে নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ করে। ছেলে শিক্ষার্থী প্রতিবাদ করলে দুইজনের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর পার্কের মোড় এলাকার ওই বহিরাগত যুবকরা ঘটনাস্থলে এসে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুলস্নাহ মামুনকে মারধর করে আহত করে।
এদিকে শিক্ষার্থীকে হামলা চালিয়ে মারধর করে আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের হল এবং আশপাশের মেসগুলো থেকে অন্য শিক্ষার্থীরা পার্কের মোড়ে আসলে বহিরাগতদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে ৭ শিক্ষার্থী আহত হন। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে রংপুর-ঢাকা, রংপুর-কুড়িগ্রাম ও লালমনিরহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে প্রক্টর ফেরদৌস রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পুলিশও চলে আসে ঘটনাস্থলে। এ সময় শিক্ষার্থীরা হামলাকারী বহিরাগত বখাটেকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করেন। এই দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখে।
রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হামলাকারী নগরীর স্টেশন বাবুপাড়া এলাকার জীবন চৌধুরী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
তাজহাট থানার ওসি শাহ আলম জানান, এ ঘটনায় ৭ জনের নাম উলেস্নখ করে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এক বহিরাগতকে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।