চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাসবাহী লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিনজন। বুধবার দুপুরে উপজেলা সড়কের সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম দমদমার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজারের কালমারচড়া ইউপি উত্তর নরবিনা ভাঙ্গার মুখ বড়ুয়া পাড়া এলাকার মালেশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার মেয়ে রশ্মি বড়ুয়া (৩) ও একই উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পানিরছড়া এলাকার নুরুল ইসলাম টুনুর ছেলে ওয়াসিফ রায়হান (১৬)। ওয়াসিফ মহেশখালী কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। আহতরা হলেন- মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮), নিহত শিশু কন্যার মাতা প্রিয়ন্তি বড়ুয়া (২১), সিএনজি অটোরিকশা চালক জাবের (১৯)।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, 'গ্যাসবাহী লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। কর্ণফুলীর মইজ্জারটেক থেকে সিএনজি অটোরিকশাযোগে মহেশখালী ফেরার পথে বাঁশখালীর বানীগ্রামে এ ঘটনা ঘটে। গ্যাসবাহী লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। আর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।