জাবির হোটেল ট্র্যাজেডিতে নিহত প্রিয়'র ফলাফলে কাঁদছে সবাই
প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে আন্দোলনমুখর ৫ আগস্টে জাবের হোটেল ট্র্যাজেডিতে শহীদ হওয়া শাওয়ান্ত মেহতাপ প্রিয় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যে ফলাফলে পরিবারে উচ্ছ্বাস থাকার কথা; সেই ফলাফল নিয়েই পরিবারে চলছে শোকের মাতম। মঙ্গলবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এই মাতম ওঠে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধুদের মাঝে। শাওয়ান্ত মেহতাপ প্রিয় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় যশোর সরকারি সিটি কলেজে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিল। বিজ্ঞান বিভাগ থেকে তিনি পেয়েছেন জিপিএ ৪ দশমিক ১০।
মঙ্গলবার প্রকাশিত এই ফলাফল জানতে পেরেছে প্রিয়'র পরিবার, বন্ধু, আত্মীয় সবাই। শুধু জানতে পারেনি প্রিয়। গত ৫ আগস্ট বিকালে যশোর শহরে বিজয় মিছিলে বের হয়ে জাবির হোটেল ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হয় সে। পরীক্ষায় ভালো ফলাফল করে শিক্ষার্থীরা যখন আনন্দ-উলস্নাস করছে, তখন চিরনিদ্রায় শায়িত প্রিয়। প্রিয় শহরের মুজিব সড়ক এলাকার হোমিওপ্যাথি চিকিৎসক শাকিল ওয়াহিদ ও গৃহিণী রেহেনা পারভীন দম্পত্তির সন্তান। প্রিয় ছাড়াও এই দম্পত্তির ৮ ও ১০ বছর বয়সি দুই ছেলেসন্তান রয়েছে।