নাটোরে তথ্য অধিকার দিবসে দিনব্যাপী রোডশো
প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
নাটোর প্রতিনিধি
'রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকার সংযুক্তি এবং সরকারিখাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এ সেস্নাগানে নাটোরে দিনব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে রোড শো অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের চত্বরে ডাসকো ফাউন্ডশনের আয়োজনে রোডশো উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান। পরে রোডশোটি শহরের বিভিন্ন সরকারি কার্যালয় হয়ে ছাতনী ইউনিয়ন, তেবাড়িয়া ইউনিয়ন, একডালা, বড় হরিশপুর, হালসা হয়ে লক্ষ্ণীপুর খোলাবাড়িয়া প্রদক্ষিণ করে ডাসকো ফাউন্ডেশন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসার অফিসার মাহবুবা আক্তার। রোডশোতে জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম ও স্টুন্ডেন্ট ফোরাম সিএসও সদস্য, ডাসকো ফাউন্ডেশনের এফএফ, এসএফ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে স্বাক্ষর ক্যাম্পেইনে অতিথিরা স্বাক্ষর করেন। সবশেষে নাটোর-বগুড়া মহাসড়কের দুই পাশে ২ হাজার তাল বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।