বিরলে মিলেমিশে চলার ঘোষণায় সংবাদ সম্মেলন
প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরলে ধারের টাকা ফেরৎ নিয়ে দ্বন্দ্বের পর মারপিট ও মামলার ঘটনায় উভয়পক্ষ আপস মিমাংসা করায় সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে মামলা মোকদ্দমা তুলে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে একে অপরের সঙ্গে আগামীতে মিলেমিশে চলার ঘোষণা দিয়েছেন উভয়পক্ষ। বুধবার সকালে বিরল পৌরশহরের পূর্বমহেশপুর মোড়ে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বালাইনাশক বিক্রেতা মাহবুব আলম। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাহবুব আলম বলেন, 'অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে অনেকের সম্মানহানি হয়, যাতে আমি অনুতপ্ত এবং আমার পরিবার ও শুভাকাঙ্ক্ষিদের সঙ্গে বিষয়টি আলোচনা করে বিরল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন ভাইসহ অন্যদের সঙ্গে আপস মিমাংসা করে নেই। আমি সবার উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।'